Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • উত্তর কলকাতার দায়িত্বে ৯ জনের কোর কমিটি তৃণমূলের। কলকাতা উত্তরের সভাপতি পদ থেকে অপসারিত সুদীপ বন্দ্যোপাধ্যায়।
  • বীরভূমে তুলে দেওয়া হল জেলা সভাপতি পদ। জেলার সার্বিক দায়িত্ব ন’জনের কোর কমিটিকে। ন’সদস্যের কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল।
  • তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বদল। অসিত চট্টোপাধ্যায়ের পরিবর্তে নতুন সভাপতি সুজিত কুমার রায়। কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অপরিবর্তিত থাকছে।
  • দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হলেন সাংসদ পার্থ ভৌমিক।
  • বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান হলেন সাংসদ মমতাবালা ঠাকুর।
  • আরামবাগ সাংগঠনিক জেলায় চেয়ারপদে নিয়ে আসা হল সাংসদ মিতালী বাগকে।
  • বাঁকুড়া সাংগঠনিক জেলায় সভাপতি বদল। সরিয়ে দেওয়া হল সাংসদ অরূপ চক্রবর্তীকে। নতুন সভাপতি হলেন তারাশঙ্কর রায়।
  • মালদার চেয়ারম্যান করা হল বাবলা সরকারের স্ত্রী চৈতালি করকারকে।
  • উত্তর দিনাজপুরের চেয়ারম্যান হলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান।
  • রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া DA দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। চার সপ্তাহের মধ্যে ডিএ দেওয়ার নির্দেশ। অগস্ট মাসে মামলার পরবর্তী শুনানি।
  • পুলিশ সংযত থেকে অনুরোধ করেছে। ৭ ঘণ্টা ধরে পুলিশের অনুরোধ কেউ কানে তোলেননি। পুলিশ ধৈর্য এবং সংযম দেখিয়েছে : ADG দক্ষিণবঙ্গ।
  • চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জ। হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
  • ১৮ মে পর্যন্ত ভারত-পাক সংঘর্ষ বিরতি জারি থাকবে। হটলাইনে দুই দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত।
  • গত এক মাসের মধ্যে সবথেকে সস্তা হলো সোনা।
  • New Date  
  • New Time  
১৮ই মে সপ্তাহটি কেমন যাবে একবার চোখ বুলিয়ে নিন।

17
May 2025

১৮ই মে সপ্তাহটি কেমন যাবে একবার চোখ বুলিয়ে নিন।

প্রবীর মুখোপাধ্যায়, সাংবাদিক: কেমন যাবে আসন্ন সপ্তাহ? চলুন দেখে নেওয়া যাক

মেষ রাশি- সপ্তাহের প্রথম দিকে নানা বাধা-বিপত্তির যোগ। মধ্যভাগে দূর ভ্রমণের পরিকল্পনা। সপ্তাহের শেষভাগে কর্মে সাফল্যের ইঙ্গিত।

বৃষ রাশি- সপ্তাহের প্রথম দিকে কর্মস্থলে প্রবল অশান্তির যোগ। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা সপ্তাহের মধ্যভাগে। তবে সপ্তাহের শেষদিকে পদোন্নতির যোগ রয়েছে।

মিথুন রাশি- সপ্তাহের শুরুতে গুরুজনদের শরীর-স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। মধ্যভাগে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। শেষ ভাগে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।

কর্কট রাশি- সপ্তাহের প্রথম ভাগে চাকরিতে শত্রুতা সত্ত্বেও উন্নতির সম্ভাবনা। মধ্যভাগে প্রবল আর্থিক অনিশ্চয়তা। সপ্তাহের শেষদিকে বাধা-বিপত্তি কেটে যাবার ইঙ্গিত।

সিংহ রাশি- সপ্তাহের প্রথম দিকে ইমারতি ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। মধ্যভাগে গৃহে আত্মীয় বা বন্ধু সমাগম। সপ্তাহের শেষদিকে লটারিতে প্রাপ্তিযোগ।

কন্যা রাশি- সপ্তাহের প্রথমভাগে তৃতীয় কাউকে কেন্দ্র করে সাংসারিক অশান্তির সম্ভাবনা। মধ্যভাগে বিদেশে চাকরির যোগ আসতে পারে। সপ্তাহের শেষদিকে কর্মে সাফল্যের যোগ।

তুলা রাশি- এই সপ্তাহের প্রথমভাগে দূর ভ্রমণের সুযোগ আসতে পারে। মধ্যভাগে শেয়ার বা ফাটকায় আর্থিক ক্ষতির যোগ। সপ্তাহের শেষভাগে স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।

বৃশ্চিক রাশি- সপ্তাহের আদ্যভাগে বাধার মধ্য দিয়ে কর্মে সাফল্যের সম্ভাবনা। মধ্যভাগে আত্মীয় বা বন্ধু বিয়োগের যোগ। সপ্তাহের শেষ দিকে কোনও ভালো খবর পেতে পারেন।

ধনু রাশি- সপ্তাহের প্রথম দিকে দুর্ঘটনার হাত থেকে সাবধানে থাকবেন। সপ্তাহের মধ্যভাগে আর্থিক চিন্তা বৃদ্ধি। সপ্তাহের শেষ দিকে ব্যবসায় সাফল্যের যোগ।

মকর রাশি- সপ্তাহের প্রথম দিকে নানা বিড়ম্বনার মধ্য দিয়ে যাবে। মধ্যভাগে দূরের আত্মীয় বা বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। শেষভাগে অর্থপ্রাপ্তির ইঙ্গিত।

কুম্ভ রাশি- সপ্তাহের প্রথম দিকে কর্মে সাফল্যের যোগ। সপ্তাহের মধ্যভাগে ব্যবসায় আশানুরূপ আয় নাও হতে পারে। সপ্তাহের শেষ দিকে চুরি বা প্রবঞ্চনার ক্ষতির সম্ভাবনা রয়েছে।

মীন রাশি- সপ্তাহের প্রথম ভাগে শেয়ার বা ফাটকায় লাভের যোগ রয়েছে। সপ্তাহের মধ্যভাগে সন্তান নিয়ে চিন্তা বাড়বে। সপ্তাহের শেষ ভাগে কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital