প্রবীর মুখোপাধ্যায়, সাংবাদিক: কেমন যাবে আসন্ন সপ্তাহ? চলুন দেখে নেওয়া যাক
মেষ রাশি- সপ্তাহের প্রথম দিকে নানা বাধা-বিপত্তির যোগ। মধ্যভাগে দূর ভ্রমণের পরিকল্পনা। সপ্তাহের শেষভাগে কর্মে সাফল্যের ইঙ্গিত।
বৃষ রাশি- সপ্তাহের প্রথম দিকে কর্মস্থলে প্রবল অশান্তির যোগ। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা সপ্তাহের মধ্যভাগে। তবে সপ্তাহের শেষদিকে পদোন্নতির যোগ রয়েছে।
মিথুন রাশি- সপ্তাহের শুরুতে গুরুজনদের শরীর-স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। মধ্যভাগে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। শেষ ভাগে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
কর্কট রাশি- সপ্তাহের প্রথম ভাগে চাকরিতে শত্রুতা সত্ত্বেও উন্নতির সম্ভাবনা। মধ্যভাগে প্রবল আর্থিক অনিশ্চয়তা। সপ্তাহের শেষদিকে বাধা-বিপত্তি কেটে যাবার ইঙ্গিত।
সিংহ রাশি- সপ্তাহের প্রথম দিকে ইমারতি ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। মধ্যভাগে গৃহে আত্মীয় বা বন্ধু সমাগম। সপ্তাহের শেষদিকে লটারিতে প্রাপ্তিযোগ।
কন্যা রাশি- সপ্তাহের প্রথমভাগে তৃতীয় কাউকে কেন্দ্র করে সাংসারিক অশান্তির সম্ভাবনা। মধ্যভাগে বিদেশে চাকরির যোগ আসতে পারে। সপ্তাহের শেষদিকে কর্মে সাফল্যের যোগ।
তুলা রাশি- এই সপ্তাহের প্রথমভাগে দূর ভ্রমণের সুযোগ আসতে পারে। মধ্যভাগে শেয়ার বা ফাটকায় আর্থিক ক্ষতির যোগ। সপ্তাহের শেষভাগে স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।
বৃশ্চিক রাশি- সপ্তাহের আদ্যভাগে বাধার মধ্য দিয়ে কর্মে সাফল্যের সম্ভাবনা। মধ্যভাগে আত্মীয় বা বন্ধু বিয়োগের যোগ। সপ্তাহের শেষ দিকে কোনও ভালো খবর পেতে পারেন।
ধনু রাশি- সপ্তাহের প্রথম দিকে দুর্ঘটনার হাত থেকে সাবধানে থাকবেন। সপ্তাহের মধ্যভাগে আর্থিক চিন্তা বৃদ্ধি। সপ্তাহের শেষ দিকে ব্যবসায় সাফল্যের যোগ।
মকর রাশি- সপ্তাহের প্রথম দিকে নানা বিড়ম্বনার মধ্য দিয়ে যাবে। মধ্যভাগে দূরের আত্মীয় বা বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। শেষভাগে অর্থপ্রাপ্তির ইঙ্গিত।
কুম্ভ রাশি- সপ্তাহের প্রথম দিকে কর্মে সাফল্যের যোগ। সপ্তাহের মধ্যভাগে ব্যবসায় আশানুরূপ আয় নাও হতে পারে। সপ্তাহের শেষ দিকে চুরি বা প্রবঞ্চনার ক্ষতির সম্ভাবনা রয়েছে।
মীন রাশি- সপ্তাহের প্রথম ভাগে শেয়ার বা ফাটকায় লাভের যোগ রয়েছে। সপ্তাহের মধ্যভাগে সন্তান নিয়ে চিন্তা বাড়বে। সপ্তাহের শেষ ভাগে কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন।