‘অপারেশন সিঁদুর’ এর সাফল্য ও সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মুখোশ বিশ্বের অন্যান্য দেশের সামনে তুলে ধরার জন্য সর্বদলের সংসদীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলো কেন্দ্র। সেইমতো প্রথম দলটি গতকাল দিল্লি থেকে রওয়ানা হয়ে এই মুহূর্তে জাপানে রয়েছে। দলের সদস্য হিসাবে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- কে যাবেন, কে যাবেন না, আদৌ তৃণমূলের কোনো সাংসদ প্রতিনিধি দলের সদস্য হবেন কিনা, সেইসব জল্পনা উড়িয়ে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের পাঠানো প্রথম প্রতিনিধিদলের সদস্য হিসাবে এই মূহুর্তে পৌঁছেছেন জাপানের টোকিওতে। এদিন টোকিওতে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় প্রতিনিধিদলের সদস্যরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।
এরপর প্রতিনিধিদলটি যায় টোকিওস্থিত ভারতীয় দূতাবাসে। দেখা করেন জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জ (Sibi George) এর সঙ্গে। সন্ত্রাসবাদের মোকাবিলায় কূটনৈতিক তথ্য আদানপ্রদানের গুরুত্ব নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও সেখানে দূতাবাসের আধিকারিক ও কর্মিদের সামনে ‘অপারেশন সিঁদুর’এর সম্পূর্ণ সাফল্যগাঁথা আরেকবার তুলে ধরেন। কেন, কি পরিস্থিতিতে এই অপারেশন সিঁদুর করতে হয়েছে, পাকিস্তান কিভাবে সীমান্ত পার সন্ত্রাসে মদত দিয়েই যাচ্ছে, পহেলগাঁও জঙ্গি হামলায় ঠিক কি হয়েছে, বা তার পরবর্তী সময়ে ভারতই বা কি কি প্রত্যুত্তর দিয়েছে, সব কিছুই সবিস্তারে বর্ণনা করা হয় দূতাবাসের আধিকারিক ও কর্মিদের সামনে।
এছাড়াও ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলটি দেখা করেন জাপানের বিদেশ মন্ত্রী মিঃ তাকেশি ইওইয়া-র সঙ্গে। সূত্রের খবর, জাপানের বিদেশ মন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই লড়াইয়ের পাশে আছেন বলে জানিয়েছেন, সেই সঙ্গে ভারত যেভাবে সংবেদনশীলতার সঙ্গে এই পুরো ঘটনা (পহেলগাঁও জঙ্গি হামলা ও তার পরবর্তী ঘটনা)সামলেছে তার জন্য ভারতের প্রশংসাও তিনি করেছেন বলে খবর।
এটা করার কারণ কি ? কারণ হলো পৃথিবীর প্রতিটা দেশে, যেখানে যেখানে ভারতীয় দূতাবাস রয়েছে, তারা সকলেই জানেন ভারত ঠিক কি কি ব্যবস্থা নিয়েছে পহেলগাঁও হামলার পর। তা সত্বেও কেন্দ্র সরকারের এই ধরনের প্রতিনিধিদল পাঠানোর উদ্দেশ্যই হলো আরো বিস্তারিতভাবে দেশের অবস্থান তাঁদের সামনে তুলে ধরা এবং সেই দেশে বসবাসকারি ভারতীয় বংশোদ্ভুত মানুষের পাশাপাশি সেই দেশের মানুষের কাছেও সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থানের কথা জানানো ও সেই দেশের সমর্থন যোগাড় করা।
জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা এর নেতৃত্বে যে সংসদীয় দলটি গতকাল বেরিয়েছে সেই দলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন বর্ষীয়ান সাংসদ সলমন খুরশিদ, আছেন বিজেপির সাংসদ অপরাজিতা সরঙ্গী, বৃজ লাল, প্রধান বড়ুয়া, ডঃ হেমাঙ্গ যোশী, রয়েছেন সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস এবং সাংসদ মোহন কুমার। এই মুহূর্তে দলটি জাপানে রয়েছে। এরপর এই প্রতিনিধি দলটির যাওয়ার কথা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, রিপাবলিক অব কোরিয়া ও সিঙ্গাপুরে। প্রসঙ্গত এই ধরনের আরও ছয়টি প্রতিনিধি দল পৃথিবীর মোট ৩২ টি দেশে সফর করবে।