ঋক পুরকায়স্থ, সাংবাদিক: ভারতীয় ফুটবলের অন্যতম উইঙ্গার হিসাবে তাঁর নাম অন্যতম। কেরালা ব্লাস্টার্সের হয়ে প্রায় ছয় বছর বহু ম্যাচ খেলেছেন তিনি। গত মরশুমের আইএসএল শেষ করেছেন ওড়িশা এফসি-তে খেলে। তবে এই তরুণ উইঙ্গারকে এবার দেখতে পাওয়া যাবে বিদেশের মাঠে। এবার ওয়েস্ট হ্যামের হয়ে খেলবেন ভারতীয় উইঙ্গার রাহুল কেপি। শুক্রবার নিজেদের এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়ে দিয়েছে ওয়েস্ট হ্যাম।
প্রথমে জেলা থেকে শুরু করে রাজ্যস্তরীয় বিভিন্ন টুর্নামেন্ট খেলেছিলেন তিনি। তারপরই তাঁর অভিষেক হয় দেশের প্রথম সারির ক্লাবে। এবার দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে ওয়েস্ট হ্যামের হয়ে খেলবেন তিনি। এটি ইংল্যান্ডের প্রথম সারির ক্লাবগুলির মধ্যে অন্যতম। প্রথম ভারতীয় দলে তার যাত্রা শুরু হয় ২০২২ সালে। সেই বছরই তিনি এশিয়ান গেমসে অংশ নেন। এবার আমেরিকার অন্যতম একটি টুর্নামেন্ট দ্য সকার টুর্নামেন্ট (টিএসটি) খেলবেন তিনি। ইংল্যান্ডের প্রথম সারির একটি জনপ্রিয় ক্লাব ওয়েস্ট হ্যাম। এবার সেই টিমের জার্সি তার গায়ে উঠতে চলেছে। আর এই খবর প্রকাশ্য আশা মাত্রই খুশির আমেজে ভারতীয় ফুটবল প্রেমীরা।