ঋক পুরকায়স্থ, সাংবাদিক: ভারত পাক উত্তেজনা কাটিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্যায়ের ম্যাচগুলি। আইপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। সেখানে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার দ্বিতীয় পর্যায়ের ম্যাচ শুরু হওয়ায় এদিনও মুখোমুখি হতে চলেছে কেকেআর ও আরসিবি। তবে এবার ম্যাচ ব্যাঙ্গালুরুর মাঠে।
ভারত-পাক সংঘর্ষের জন্য ৮মে মাঝপথে ব্ল্যাক আউট হয়ে যায় স্টেডিয়াম। ধর্মশালা স্টেডিয়ামে পঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। পাক হামলার আশঙ্কায় ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল স্টেডিয়াম। প্রায় এক সপ্তাহ বন্ধ করে রাখা হয়েছিল আইপিএল। আবার ১৭ মে শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের বাকি পর্যায়ের ম্যাচগুলি। দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সংঘর্ষ বিরতি হওয়ার পর আবারও শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ম্যাচ। কিন্তু শনিবারের এই ম্যাচটি কলকাতা নাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পয়েন্ট টেবিল অনুযায়ী বিপদজনক পরিস্থিতিতে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই মরসুমের এই ৫৮ তম ম্যাচ কার্যত ভাগ্য নির্ধারণ করবে কলকাতা নাইট রাইডার্সের।