সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান সম্পূর্ণ বিধ্বস্ত। যেদিক থেকেই ওরা আঘাত করছে মুখ থুবড়ে পড়ছে। তবে প্রশ্ন উঠছে এই হামলার জেরে কি বাতিলের পথে আইপিএল?
স্থগিত হতে চলেছে আইপিএল? ধরমশালায় ম্যাচ ভেস্তে যাওয়ার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের জরুরি বৈঠক। নিরাপত্তার কারণে দেশের বেশ কিছু বিমানবন্দর বন্ধ। ফলে টিমগুলির ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্সের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। বিদেশি প্লেয়ারদের নিরাপত্তা সুনিশ্চিতের উপর জোর দেওয়া হচ্ছে। তাদের দ্রুত দেশে ফেরানো হতে পারে বলে মনে করা হচ্ছে
প্রচুর বিদেশি প্লেয়ার রয়েছেন আইপিএলে। এই সাম্প্রতিক পরিস্থিতির জেরে তাদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। নিরাপত্তার কারণে দেশের বেশ কিছু বিমানবন্দর বন্ধ। ফলে টিমগুলির ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্সের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে।
ধরমশালায় ম্যাচ বাতিলের পরে ইতিমধ্যেই পাকিস্তান মুর্দাবাদ স্লোগান উঠেছে। দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস প্লেয়ার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ব্রডকাস্টারদের জন্য ধরমশালা থেকে প্রায় ১০০ কিমিরও বেশি দূরে উনা রেল স্টেশন থেকে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সেই ট্রেনেই ফেরানো হবে তাদের। তবে নিরাপত্তার কারণেই তাদের কোথায় ফেরানো হচ্ছে, এ বিষয়ে জানানো হয়নি কিছু ।