খেলা হয়েছে, খেলা হচ্ছে, খেলা হবে। তবে এ খেলা রাজনীতির নয়, এ খেলা ক্যারাম খেলা। শুধু রাজনীতির দুই কুশীলব জেনে অথবা না জেনেই জড়িয়ে গিয়েছেন এই খেলায়। কথা হচ্ছে বিজেপির অগ্নিমিত্রা পল আর তৃণমূলের শশী পাঁজার।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- শুক্রবারের পর শনিবার। রাজ্যের দুই প্রান্তে, রাজ্যের দুই রাজনৈতিক নেত্রী, দুই ছবি সমাজ মাধ্যমে পোষ্ট করেছেন। আপাতদৃষ্টিতে এর মধ্যে কোনো রাজনীতি থাকার কথা নয়, রাজনীতি নেই ও। তবে এ বাংলায় এখন সবকিছুতেই রাজনীতির রং চড়ে, রাজনীতির খোঁজ চলে। আসি ক্যারামের প্রসঙ্গে।
শুক্রবার বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল তাঁর ফেসবুক পেজে একটি ছবি পোষ্ট করেন। ছবিটিতে দেখা যাচ্ছে অগ্নিমিত্রা পল তাঁর বিধানসভার অন্তর্গত মন্ডল ৪ এর জে কে নগর পুরাতন খনি অঞ্চলের যুবকদের জন্য একটি ক্যারাম বোর্ড উপহার দেন। ক্যারাম বোর্ডটির উদ্বোধনও করেন তিনি। অগ্নিমিত্রা পল এই ছবি পোষ্ট করলে সেই ছবির স্ক্রিনশট শেয়ার করে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য সমাজ মাধ্যমে অগ্নিমিত্রা পলকে কটাক্ষ করে লেখেন, “ক্যারাম বোর্ডের উদ্বোধন করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ২০২৬ এ ভোটে জিতলে চাইনিজ চেকার, রুমাল চোরের রুমাল এমনকি লুডোরও উদ্বোধন করবেন আশা করি। অভিনন্দন।”
প্রত্যুত্তর দিতে দেরি করেন নি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। দেবাংশুকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “ভাইটি, ছেলেদের চুরি করতে তো উৎসাহিত করছি না। যেটা তোমাদের দল আর তোমার নেত্রী করে থাকেন।” অগ্নিমিত্রা পল তাঁর পোষ্টে দেবাংশুকে কটাক্ষ করে আরও বেশকিছু কথা লিখেছেন। বিষয়টির অবশ্য ওখানেই ইতি হতে পারতো। কিন্তু ট্যুইস্ট আসলো শনিবার সন্ধ্যায়।
শনিবার সন্ধ্যার দিকে রাজ্যের মন্ত্রী তথা উত্তর কলকাতার তৃণমূল নেত্রী শশী পাঁজাও তাঁর ফেসবুক পেজে একটি ছবি পোষ্ট করেছেন। আর কো-ইনসিডেন্ট হলো এই ছবিতে শশী পাঁজা কে ক্যারাম খেলতে দেখা যাচ্ছে। শশী পাঁজা যে ছবি পোষ্ট করেছেন সেখানে তিনি লিখেছেন, “দীর্ঘদিন বাদে ক্যারাম বোর্ডে প্র্যাকটিস। ওয়ার্ড ২০।” ছবিতে মন্ত্রী শশী পাঁজার সঙ্গে উত্তর কলকাতার আরেক তৃণমূল নেতা বিজয় উপাধ্যায়কেও দেখা যাচ্ছে। আসলে এদিন ২০ নম্বর ওয়ার্ডে একটি ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল খেলায় আমন্ত্রিত ছিলেন রাজ্যের মন্ত্রী। সেখানেই একটু ক্যারামে হাত ঝালিয়ে নেওয়া। এই আর কি। তবে রাজ্যের দুই প্রান্তে রাজ্যের দুই বিরোধী নেত্রীর ক্যারাম প্রীতি রাজনৈতিক চর্চার বিষয় না হলেও, কাকতলীয়ভাবে কোথায় যেন নেটিজেনদের চর্চার বিষয় হয়ে পড়েছে। আগামি দিনে কখনও কি দুই নেত্রীকে ক্যারাম বোর্ডের দুই দিকে দেখা যাবে ? হয়তো হ্যাঁ, হয়তো না।