প্রবীর চক্রবর্তী, সাংবাদিক
মেষ রাশি- সপ্তাহের শুরুতেই আয়ের যোগ থাকছে। কর্মক্ষেত্রে গোলযোগ দেখা দিতে পারে। ঈর্ষাকাতর সহকর্মীরা সক্রিয় হয়ে উঠতে পারে। মধ্যভাগে শরীর নিয়ে একটু চিন্তায় থাকতে হবে। হার্টের রোগী যারা আছেন বা যারা কোমর্বিডিটির পেশেন্ট , তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সপ্তাহের শেষভাগে গৃহে শুভ অনুষ্ঠান। স্বভাবতই আপনার মন উৎফুল্ল থাকবে।
বৃষ রাশি- সপ্তাহের প্রথম দিকে সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মধ্যভাগে বন্ধুবেশী দুর্জনের থেকে সাবধান। আপনার চাকরিস্থল বা আপনার নিকট বন্ধুরা শত্রুতা করতে পারেন। সাবধানে থাকবেন। তবে এসবকিছু সত্ত্বেও সপ্তাহের শেষদিকে কর্মে পদোন্নতির যোগ রয়েছে। ধৈর্য ধরে অপেক্ষা করুন।
মিথুন রাশি- সপ্তাহের শুরুতেই দুর্ঘটনার যোগ। সাবধানে চলাফেরা করুন। মধ্যভাগে কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিদেশে চাকরির সুযোগও আসতে পারে। শেষ ভাগে আর্থিক উন্নতির যোগ। ব্যবসায় লাভের যোগ রয়েছে। ইমারতি দ্রব্য সরবরাহকারীর ব্যবসায়ীদের প্রবল সু-সময়।
কর্কট রাশি- সপ্তাহের প্রথম ভাগে ভ্রমণের যোগ রয়েছে। বিদেশ ভ্রমণও অসম্ভব নয়। মধ্যভাগে শারীরিক দুর্বলতা। উচ্চরক্তচাপ বা সুগারের সমস্যায় যারা রয়েছেন, অবশ্যই শরীরে যত্ন নেবেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। সপ্তাহের শেষদিকে ব্যবসায় লাভের ইঙ্গিত। লোহা বা গাড়ির ব্যবসায়ীদের প্রবল উন্নতির সম্ভাবনা।
সিংহ রাশি- বাধার মধ্য দিয়ে শুরু হবে সপ্তাহটি। ব্যবসায় মন্দার ইঙ্গিত। কর্মস্থলে গোলযোগের সম্ভাবনা। মধ্যভাগে গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। সপ্তাহের শেষদিকে মানসিক অশান্তির যোগ। প্রবল আর্থিক সমস্যায় পড়তে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।
কন্যা রাশি- সপ্তাহের প্রথমভাগে কর্মে পদোন্নতির সম্ভাবনা। সামাজিক সম্মান লাভের যোগ রয়েছে। মধ্যভাগে ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ করতে পারেন। দীর্ঘসময়ের বিনিয়োগের জন্য অবশ্যই সেরা এই সপ্তাহটি। সপ্তাহের শেষদিকে বন্ধুর সঙ্গে মনোমালিন্য। মানসিক অশান্তির যোগ।
তুলা রাশি- এই সপ্তাহের শুরুতে দারুন একটা খবরে আপনি বিচলিত হতে পারেন। কর্মে সাফল্যের সম্ভাবনা রয়েছে। মধ্যভাগে ভ্রমণের যোগ রয়েছে। ব্যবসায় বাধা কেটে যেতে পারে। সপ্তাহের শেষভাগে আর্থিক সাফল্যের যোগ। শেয়ার বা ফাটকায় লাভের সম্ভাবনা।
বৃশ্চিক রাশি- সপ্তাহের আদ্যভাগে কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর। তবে সহকর্মীরা আপনাকে সমর্থন করবে। মধ্যভাগে বাধা সত্ত্বেও কর্মে পদোন্নতির সম্ভাবনা। ভিন রাজ্যে বদলি হতে পারেন। সপ্তাহের শেষ দিকে শত্রুরা আপনার বশে থাকবে। লটারিতে লাভের যোগ রয়েছে।
ধনু রাশি- সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় সাফল্যের যোগ। চিকিৎসা-সরঞ্জামের ব্যবসায় যারা রয়েছেন, তাদের লাভের সম্ভাবনা প্রবল। লোহার ব্যবসায়ীরা একটু সাবধানে থাকেবেন। সপ্তাহের মধ্যভাগে জমি বা ফ্ল্যাট কেনা থেকে বিরত থাকলে ভালো হয়। সপ্তাহের শেষ দিকে সাংসারিক অশান্তির যোগ রয়েছে। সাধুসঙ্গে মানসিক শান্তিলাভ।
মকর রাশি- সপ্তাহের শুরুতে পৈতৃক সম্পত্তি লাভের যোগ। তবে ভাই-বোনেদের সঙ্গে মতান্তর হতে পারে। মধ্যভাগে সাংসারিক অশান্তি। ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। শেষভাগে কর্মে বাধা-বিপত্তির যোগ। হয়ে যাওয়া কাজও আটকে যেতে পারে।
কুম্ভ রাশি- সপ্তাহের প্রথম দিকে চাকরির সুযোগ আসতে পারে। পড়ুয়া বা গবেষকদের কাছে সময়টি শুভ। সপ্তাহের মধ্যভাগে লটারি থেকে আয়ের সুযোগ। কাউকে ঘিরে মনে বাড়তি উন্মাদনা থাকতে পারে। সপ্তাহের শেষ দিকে আর্থিক সমস্যায় পড়তে পারেন। মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন।
মীন রাশি- সপ্তাহের শুরুতেই কর্মে প্রবল বাধা-বিপত্তি। ব্যবসায় বাধার যোগ দেখা যাচ্ছে। সপ্তাহের মধ্যভাগে সামাজিক অনুষ্ঠানে যোগদান। আত্মীয় বন্ধু-সমাগমে মনে উৎফুল্ল ভাব। সপ্তাহের শেষ ভাগে শরীর নিয়ে চিন্তা বাড়বে। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। নার্ভের সমস্যায় যারা ভুগছেন, সাবধানে থাকবেন। ডাক্তারের পরামর্শ নিতে পারেন।