লক্ষ্মীকান্ত বর্তমানে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার পার্সোনাল সিকিউরিটি গার্ড পদে কর্মরত। লক্ষ্মীকান্ত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এই দুঃসাহসিক অভিযানে রওনা হন। কঠোর প্রশিক্ষণ, শারীরিক সক্ষমতা ও মানসিক জেদ নিয়ে প্রস্তুতি নিয়েই এই সাফল্য অর্জন করেছেন তিনি।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- মাউন্ট এভারেস্ট জয় করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সশস্ত্র পুলিশ (State Armed Police)-এর তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। সোমবার সকালে বিশ্ববিখ্যাত তেনজিং শেরপা (গেলবা)-র সঙ্গে তিনি সফলভাবে শৃঙ্গে পৌছন। এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, রাজ্য পুলিশের ইতিহাসেও এক গৌরবময় সংযোজন। লক্ষ্মীকান্ত বর্তমানে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার পার্সোনাল সিকিউরিটি গার্ড পদে কর্মরত।
লক্ষ্মীকান্ত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এই দুঃসাহসিক অভিযানে রওনা হন। কঠোর প্রশিক্ষণ, শারীরিক সক্ষমতা ও মানসিক জেদ নিয়ে প্রস্তুতি নিয়েই এই সাফল্য অর্জন করেছেন তিনি। একই অভিযানে ছিলেন আরও দুই সাহসী পর্বতারোহী— দৃষ্টিহীন নেপালি চোনজিন আংমো এবং দিল্লি পুলিশের গীতা সামোতা। গোটা দলটি পৌছেছেন এভারেস্টের চূড়ায় সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ। তাঁর এই অর্জন দৃষ্টিহীন পর্বতারোহীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। গীতা সামোতা শৃঙ্গ জয় করেন লাকপা শেরপার সঙ্গে। তিনজনের অভিযানে পরিকল্পনা ও সহায়তা করেছে নেপালভিত্তিক একটি সংস্থা ‘পায়োনিয়ার অ্যাডভেঞ্চার’। তিন পর্বতারোহীর এই সাফল্য আজ গোটা দেশের গর্ব। তবে পশ্চিমবঙ্গের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডলের এই অর্জনে স্বভাবতই বিশেষ উচ্ছ্বসিত রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ।
লক্ষ্মীকান্তর সাফল্যে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। লক্ষ্মীকান্ত মণ্ডলের সাহসিকতা ও কৃতিত্বকে প্রশংসা করেছেন তিনি যা পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন রাজ্য পুলিশের এই কর্মী, বর্তমানে কলকাতা পুলিশে ব্যক্তিগত নিরাপত্তা কর্মী হিসাবে মোতায়েন রয়েছেন। ওই পুলিশ কর্মীর সাফল্য ও প্রচেষ্টাকে শুভেচ্ছা জানান মমতা বন্দোপাধ্যায়।