বাড়িটিতে ইদানিং সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যার দিক বাইরের দিকে। তা নিয়েই বাড়ছে সন্দেহ। তাই তারা জাতীয় তদন্তকারি সংস্থা NIA দিয়ে যাতে তদন্ত হয় বুধবার সেই আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।
ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক
দক্ষিন ২৪ পরগনা জেলার অন্তর্গত মহেশতলা পুরসভা এলাকায় একটি বাড়ি দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়ে ছিল বলে হাইকোর্টে জানিয়েছেন মামলাকারির আইনজীবি অর্ক প্রতীম চৌধুরী। যা নিয়ে এলাকার স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে বিষয়টি নিয়ে আসেন।
স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ আইনজীবির। এলাকাবাসীদের আতঙ্ক বাড়ছে উল্লেখ করে দক্ষিন ২৪ পরগনার পুলিশ সুপার, ও রাজ্য পুলিশের ডিজি কাছে তারা চিঠি দিয়েছিলেন বলেও জানিয়েছেন আইনজীবি।
নিরুপায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আইনজীবী আর জনিয়েছেন যে ওই বাড়িটিতে ইদানিং সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যার দিক বাইরের দিকে। তা নিয়েই বাড়ছে সন্দেহ। তাই তারা জাতীয় তদন্তকারি সংস্থা NIA দিয়ে যাতে তদন্ত হয় বুধবার সেই আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। মামলা দায়েরের অনুমতি আদালতের।