কয়েকদিন আগে (১৬ এপ্রিল) নাম না করে অমিত শাহকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনি কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না। সোমবার মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে সেই অমিত শাহের নাম না করেই তাঁকে ‘অ্যাক্টিং প্রাইম মিনিস্টার’ বলে তুমুল আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে এই জঙ্গি হামলায় প্রাণ হারানো শহীদ পরিবারের কেউ কেউ। এবার সেই গোয়েন্দা ব্যর্থতার অভিযোগকেই খুঁচিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না করেই তাঁকে উদ্দেশ্য করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সাম্প্রদায়িক দাঙ্গার দিকে নজর না দিয়ে, দেশের সীমান্ত সুরক্ষার দিকে নজর দিন।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যে পহেলগাঁও হামলায় সীমান্ত সুরক্ষায় নজরদারির অভাবের দিকে ইঙ্গিত করছে তা আর বলার অপেক্ষা রাখে না। নোংরা রাজনীতি না করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “ভারত আমাদের মাতৃভূমি, আমরা ভারতকে ভালোবাসি। কমিউনাল ভায়োলেন্স না করে সীমান্তের দিকে নজর দিন। ধ্বংস হওয়া থেকে ভারতকে বাঁচান।”
পহেলগাঁও জঙ্গি হামলায় যারা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যারা নিকটজনকে হারিয়েছেন, তাদের বিচার দিন।” বহরমপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সাংসদ হিসাবে ১০/১২ জন প্রধানমন্ত্রী কে কাছ থেকে দেখেছি।” এরপরই কটাক্ষ করে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী কে (নরেন্দ্র মোদী) কিছু বলছি না। আমি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার (কার্যকরি প্রধানমন্ত্রী) কে নিয়ে বলছি।” উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখন দেশের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে ? আমাকে কয়েকদিন আগে কিছু ছাত্র এই কথা জিজ্ঞেস করেছিলো। আমি তো জানি না।” সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে তিনি বলেন, “যতক্ষণ আপনি চেয়ারে (পদে) আছেন, ততক্ষণ আপনি মানুষে মানুষে ভেদাভেদ করতে পারেন না।” গত মাসের(এপ্রিল) ১৬ তারিখ নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনদের এক সভায় নাম না করে কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যেভাবে আক্রমণ করেছিলেন, এদিনও যেন সেই কটাক্ষ মিশ্রিত আক্রমণ ফের একবার করলেন মুখ্যমন্ত্রী। আর সেদিনের মতো সোমবারও নরেন্দ্র মোদী কে বাদ দিয়ে অমিত শাহ কে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন তাঁর আসল শত্রু কে।