বার বার বলার পরেও মুখ্যমন্ত্রীর কথায় কর্ণপাত করছে না পুলিশ। আইসি বা ওসিরা টাকা খেয়ে গ্রামের রাস্তায় ভারী ট্রাক চলাচল করতে দিচ্ছে, যারফলে ভেঙেচুরে একসা হয়ে যাচ্ছে গ্রামীণ রাস্তাগুলো। যা নিয়েই চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মঞ্চে উপস্থিত ডিজি (রাজ্য পুলিশের মহানির্দেশক) রাজীব কুমারকে সরাসরিই প্রশ্নবাণ হানলেন মুখ্যমন্ত্রী।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে বলেন, “আমি গ্রামে গঞ্জে গিয়ে দেখি নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরোনো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। লোডেড ট্রাক সেই পুরোনো রাস্তা দিয়ে যাচ্ছে…”
জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তাঁর কথা শেষ করার আগেই মুখ্যমন্ত্রী একপ্রকার তাঁর মুখের কথা কেড়ে নিয়েই রাজীব কুমারের দিকে তাকিয়ে বলতে শুরু করেন, “আমি তো বারবার বলেছি গ্রামের রাস্তা দিয়ে কোনো লোডেড ট্রাক যাবে না। কেন পুলিশ এটা দেখছে না ? রাজীব, আমি কতবার বলবো এক কথা ? বারবার করে আইসিদের বলা হয়েছে, এসপিদের বলা হয়েছে। এটা পুলিশের দায়িত্ব। কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ট্রাক ঢোকাবেন না।” মুখ্যমন্ত্রীর ক্ষোভ যেন কমতেই চাইছিলো না। পাশে বসা মুখ্যসচিব কিছু বলার চেষ্টা করেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাঁকেও থামিয়ে দিয়ে বলেন, “সব জেলায় এই একই প্রবলেম। ইচ এন্ড এভরি ডিস্ট্রিক্ট। এটা তো ডিজি মনিটর করবে।”