হঠাৎ করেই একর পর এক মহিলা উধাও হয়ে যাচ্ছে। সম্প্রতি ৬ বছরের একটি শিশু (Girl Child) নিখোঁজ হয়ে যায়। পুলিশে অভিযোগ জানানো হলেও ১৮ দিন ধরে কোনোরকম তদন্তই করে নি পুলিশ। সংবাদ মাধ্যমে এই খবর দেখার পরই খোঁজ খবর নেয় জাতীয় মানবাধিকার কমিশন। তারপরই আরও নিখোঁজের তথ্য সামনে আসে। এরপরই মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি কে নোটিশ জারি করেছে কমিশন। দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- নারী নিখোঁজের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এবার বিজেপি শাসিত রাজ্যের মুখ্যসচিব ও ডিজির প্রতি নোটিশ জারি করলো জাতীয় মানবাধিকার কমিশন। ১৮ দিন আগে মধ্যপ্রদেশের(MP) ভোপাল(Bhopal) শহর থেকে নিখোঁজ হয়ে যায় ৬ বছরের একটি শিশু (Girl Child)। অভিযোগ জমা পড়ে স্থানীয় থানায়। সহায় সম্বলহীন মা তার কন্যা সন্তানের নিখোঁজ হওয়ার ঘটনায় তারই এক আত্মীয়ের দিকে আঙুল তুলেছেন। কিন্তু ১৮ দিন হয়ে গেলেও ভোপাল পুলিশ কিছুই করে নি। অভিযোগ পুলিশ এখনও পর্যন্ত কোনোরকম তদন্তই করে নি। এই খবর সামনে আসার পর খোঁজ খবর শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন। খোঁজ খবরে আরও বিষ্ফোরক তথ্য সামনে এসেছে। শুধু এই শিশুটিই নয়, গত তিন বছরে পুরো মধ্যপ্রদেশ রাজ্য থেকে নিখোঁজ মহিলা বা কন্যা সন্তানের সংখ্যা হলো প্রায় ৩,৪০০ জন, আর এই তথ্য খোদ মধ্যপ্রদেশ পুলিশের।
২০২৪ সালে নিখোঁজ মহিলাদের খুঁজে আনা ও সাবলম্বী করে তোলার জন্য ‘অপারেশন মুসকান’ নামে একটি প্রকল্প চালু করে মধ্য প্রদেশ সরকার। কিন্তু অভিযোগ সেই প্রকল্পের কাজও কিছুই এগোয়নি বরং শুধু খাতায় কলমে রয়ে গিয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখার পর স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি কে নোটিশ পাঠিয়ে ১৫ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন।