ঋক পুরকায়স্থ, সাংবাদিক : ভারত পাক সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই কারণেই সাময়িক স্থগিত করা হয় আইপিএলের বাকি ম্যাচগুলি। ১৭ই মে শনিবার থেকে পুনরায় চালু হচ্ছে আইপিএলের দ্বিতীয় ভাগ। তবে এবার সংশয়ে আইপিএলের হেভি ওয়েট দলগুলি। বহু বিদেশি খেলোয়াড় এই সংঘাতের কারণে আসতে নাকোচ করছে। সেই তালিকায় অন্যতম গুজরাট টাইটানস আরসিবি দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিং এর মতো দলগুলি।
শুধু ভারত-পাক সংঘাত নয় বিদেশি খেলোয়াড়দের ভারতে না আসার আরো অনেক কারণ রয়েছে। ২৯ শে মে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর রয়েছে সেখানে তিনটি ম্যাচের সিরিজ হবে। এছাড়াও ১১ ই জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এই ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেই কারণেই ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা সেই ভাবে উপস্থিত থাকতে পারবে না। গুজরাট টাইটেলস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের পয়েন্ট টেবিলে ১৬ পয়েন্ট নিয়ে সর্বোচ্চ তালিকায় থাকলেও এবার চিন্তার ভাঁজ টিম ম্যানেজমেন্টের কপালে। লখনৌ সুপার জয়েন্ট প্লে অফ থেকে ছিটকে গেলেও এই ইস্যুতে ধাক্কা খেতে চলেছে তারা। সমস্যায় পড়ছে আইপিএলের আরো অন্যান্য দলগুলি।