সোমবার রাতে মাওবাদী দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত অতি বাম (CPI) নেতা তুলসী ভূঁইয়া। ঝাড়খণ্ডে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তার। এদিনই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয় আরও এক মাওবাদী নেতা। নিতেশ যাদব নামে আহত মাও নেতার মাথার দাম ১৫ লক্ষ টাকা।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- চলছে অপারেশন ব্ল্যাক ফরেস্ট। মাওবাদী দমনে এ এক নয়া উদ্যোগ স্বরাষ্ট্র মন্ত্রকের। রবিবার রাতের পর আবার সোমবার রাতে মাওবাদী দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত অতি বাম (CPI) নেতা তুলসী ভূঁইয়া। ঝাড়খণ্ডে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তার। এদিন গভীর রাতে ঝাড়খণ্ডের পালামৌ জেলায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে মৃত্যু হয় এই মাও নেতার। একটি সেলফ লোডিং রাইফেলসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে
। একই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে আরও এক মাওবাদী। এদিনই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয় আরও এক মাওবাদী নেতা। নিতেশ যাদব নামে আহত মাও নেতার মাথার দাম ১৫ লক্ষ টাকা। ঝাড়খণ্ডে মাওবাদীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। সাম্প্রতিক অতীতে দেখা গেছে যৌথ বাহিনীর অভিযানে তিন মাওবাদীর মৃত্যু হয়েছে। সোমবারও এক জনের মৃত্যু হয়েছে। সোমবারের অভিযানে নিহত মাওবাদীর নাম মণীশ যাদব। লাতেহার জেলায় এক অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাঁর। মণীশের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। এ বার লাতেহার সংলগ্ন পালামু জেলাতেও মাওবাদী দমন অভিযানে সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। পিটিআই সূত্রে খবর, সোমবার বেশি রাতের দিকে ওই অভিযানে জখম হয়েছেন আরও এক মাওবাদী নেতা। জখম ওই মাওবাদী নেতার মাথার দাম ১৫ লক্ষ টাকা। পালামৌ জেলার ডিআইজি ওয়াইএস রমেশ বলেন, গুলির লড়াইয়ের পরে এক মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। মৃত মাওবাদীর দেহ শনাক্ত করা গেছে। অপর এক মাওবাদী নেতার গুলিবিদ্ধ হওয়ার তথ্যও জানা গেছে।
গত কয়েক দিনের অভিযানে এক মাওবাদী নেতা কুন্দন সিংহ খারওয়ারকে গ্রেফতার করে পুলিশ। তাঁর মাথার দাম ১০ লক্ষ টাকা। ওই মাওবাদী নেতার থেকে দু’টি স্বয়ংক্রিয় রাইফেল এবং কার্তুজ উদ্ধার হয়েছিল। নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, মণীশ এবং কুন্দন উভয়েই গত ১২ বছর ধরে সক্রিয় ছিলেন এলাকায়। মণীশের বিরুদ্ধে ৪০টি মামলা ছিল। কুন্দনের বিরুদ্ধে রয়েছে ২৭টি মামলা