ঋক পুরকায়স্থ, সাংবাদিক: ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে দেখতে পাওয়া যাবে মেসিকে। চিলি ও কলোম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য আবারও দেখতে পাওয়া যাবে মেসিকে। বৃহস্পতিবার এই খবর জানিয়ে দিয়েছে আর্জেন্তিনা জাতীয় ফুটবল দল। ইতিমধ্যেই উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে আগামী বছরের ফুটবল বিশ্বকাপ খেলার জন্য় যোগ্যতা অর্জন করে ফেলেছে আর্জেন্তিনা।
গত বছরের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্তিনা চিলির বিরুদ্ধে একটি অ্যাওয়ে ম্যাচ খেলবে ৫ জুন। তার পর ১০ জুন কলোম্বিয়ার মুখোমুখি হবে মেসি বাহিনী। এই দুটি ম্যাচ খেলার পর যুক্তরাষ্ট্রে চলে যাবেন মেসি। সেখানে ১৪ জুন ফিফা ক্লাব বিশ্বকাপে একটি উদ্বোধনী ম্যাচ খেলবেন তিনি মিশরের দল আল আহলির বিরুদ্ধে। এবছর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচোকে আর্জেন্তিনা দলের অন্তর্ভুক্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি। গত বিশ্বকাপের বিশ্বচ্যাম্পিয়নদের টিমে আবারও দেখতে পাওয়া যাবে মেসিকে, তাও আবার মুল খেলার আগেই। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই সমর্থকদের মধ্যে উন্মাদনা বাড়তেই থাকে।