পহেলগাঁও জঙ্গি হানার ঘটনার পর দেশ জুড়েই পাকিস্তান কে শিক্ষা দেওয়ার দাবি উঠেছে। কেন্দ্র সরকার ইতিমধ্যেই বেশকিছু কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে শুধু কূটনৈতিক পদক্ষেপ নয়, পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রয়োজনে সামরিক অভিযানের পথেও হাঁটতে পারে ভারত। সেক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বা যুদ্ধ শুরু হলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে দেশজুড়ে বুধবার অসামরিক মহড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যের মোট ১৭ টি জেলার ৩১ টি জায়গায় হবে এই মক ড্রিল।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- সারাদেশ জুড়ে এই ধরনের মহড়া বা মক ড্রিল শেষবার হয়েছিলো ১৯৭১ সালের ভারত পাক যুদ্ধের সময়। তার ৫৪ বছর পর বুধবার ফের একবার একই ধরনের অসামরিক মহড়া হতে চলছে দেশের ২৭ টি রাজ্য ও ৮ টি কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ২৫৯ টি জায়গায়। এরমধ্যে সবচেয়ে বেশি রাজস্থানের ৩২ জেলা সহ জম্মু কাশ্মীরের ১৩ টি জেলা, লাদাখ এর ২ টি জায়গা, গুজরাটের ১৩ টি জেলা ও পাঞ্জাবের ১৫ টি জেলায় হবে মক ড্রিল। দেশের অন্যান্য প্রায় সব রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের মোট ১৭ টি জেলায় মহড়া হবে বুধবার।
পশ্চিমবঙ্গের ১৭ টি জেলা জুড়ে যে সব জায়গায় বুধবার অসামরিক মহড়া হবে সেই জায়গাগুলি হলো কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, বালুরঘাট, রায়গঞ্জ, হাসিমারা, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা, জলঢাকা, ফরাক্কা-খেজুরিয়াঘাট, মালদহ, মুর্শিদাবাদ, দূর্গাপুর, চিত্তরঞ্জন, বার্ণপুর-আসানসোল, খড়গপুর, হলদিয়া, কোলাঘাট, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও বৃহত্তর কলকাতা। দেশের মোট ২৪৪ টি জেলায় এই মহড়া হবে বুধবার।