ভারতের মিডনাইট স্ট্রাইক আর তার জেরে পাকিস্তান টালমাটাল। সেদিন হামলা চালিয়ে বলা হয়েছিল, প্রধানমন্ত্রীকে বলে দিও। এবার ভারত শাহবাজকে বলে এল সিঁদূরের আভিজাত্য। আর তাই এই স্ট্রাইকের নামই রাখা হল অপারেশন সিঁদূর।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: প্রত্যাঘাতের নাম ‘অপারেশন সিঁদুর’ কেন? ইতিমধ্যেই এই নাম ঠিক কতটা তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না আর।
ভারতের মাটিতে বেছে বেছে হিন্দু নিধন হয়েছে। মুছে গিয়েছে তাদের স্ত্রীদের সিঁদূর যা কিনা ভারতীয় হিন্দু মহিলাদের ঐতিহ্য।
এই নামে সায় দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নামেই কাশ্মীরের হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর যে ভাবে হামলা হয়েছিল, ‘অপারেশন সিঁদুর’ নামে তার ছায়া রয়েছে। সেদিন ব্যাপক ভাইরাল হয়েছিল হরিয়ানার নৌসেনা আধিকারিক বিনয় নওয়ালের স্ত্রী হিমাংশী নরওয়ালের ছবি। স্বামীর নিথর দেহ আঁকড়ে তাকে বসে থাকতে দেখা গিয়েছিল। দিন কয়েক আগেই বিয়ে হয় তাদের। ওই ছবিটিই ভারতের প্রত্যাঘাতের প্রতীকী ছবি হয়ে উঠেছে।
হিন্দু মহিলারা সিঁথিতে সিঁদুর পরে বিবাহের চিহ্ন বহন করেন। পহেলগাঁওয়ে জঙ্গিরা সেই চিহ্ন মুছে দিয়েছে। এহেন ভয়াবহতার বদলা তো এভাবেই হতে হত। যারা এতগুলো মহিলার জীবন তছনছ করে দিয়েছে যারা মদত দিয়েছে তাদের জবাব দিতেই হত আর সেই জবাব দেওয়ার অপারেশনের নাম সিঁদূর ছাড়া আর কিই বা হত!