জাতীয় প্রযুক্তি দিবসের দিন ক্ষেপনাস্ত্র ব্রহ্মস-এর নতুন ইউনিট উদ্বোধন হল।রবিবার লখনউয়ে ব্রহ্মস (Brahmos) ক্ষেপনাস্ত্রর নতুন ইউনিটের উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ব্রহ্মস-এর নতুন ইউনিটের জন্য খরচ হয়েছে ৩০০ কোটি টাকা।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতি ঘোষণা হয়েছে। এরই মধ্যে জাতীয় প্রযুক্তি দিবসের দিন ক্ষেপনাস্ত্র ব্রহ্মস-এর নতুন ইউনিট উদ্বোধন হল। শনিবার বিকেলে পাকিস্তানের তরফে ভারতকে যুদ্ধ বিরতির অনুরোধ করা হয়। যুদ্ধ বিরতির ২ ঘন্টার মধ্যে তা লঙ্ঘন করে ফের পশ্চিম সীমান্তে গোলা গুলি চালাতে থাকে পাকিস্তান। এমনকি উপত্যকার আকাশে দেখা যায় ড্রোন। যা পাকিস্তানের তরফ থেকে আসতে দেখা যায়। যদিও ড্রোন পাকিস্তানের ছাড়া নয় বলে দাবি করে পাকিস্তান। এই পরিস্থিতিতে রবিবার লখনউয়ে ব্রহ্মস (Brahmos) ক্ষেপনাস্ত্রর নতুন ইউনিটের উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আগামী দিনে ভারত সামরিক ক্ষেত্রে আরও শক্তিশালী হবে বলেই বার্তা প্রতিরক্ষামন্ত্রীর।
বর্তমান পরিস্থিতির কারণে লখনউ যেতে পারেননি রাজনাথ সিং। ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। তিনি জানান, এই সময়ে তাঁর দিল্লিতে থাকা জরুরি। তাই রাজধানীতে থেকেই ভার্চুয়ালি ব্রহ্মস-এর নতুন ইউনিটের উদ্বোধন করেন। রাজনাথ সিং বলেন, আজ দেশের জন্য ঐতিহাসিক দিন। আজ জাতীয় প্রযুক্তি দিবস। আজকের দিনে পোখরানে পরমাণু অস্ত্র পরীক্ষা হয়েছিল। আগামী দিনে ক্ষেপনাস্ত্রর উৎপাদন বাড়িয়ে দেশের কাছে নতুন জায়গা তৈরি করবে উত্তরপ্রদেশ। এরফলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত হবে বলে আশ্বাস প্রতিরক্ষা মন্ত্রীর। ব্রহ্মস-এর নতুন ইউনিটের জন্য খরচ হয়েছে ৩০০ কোটি টাকা। ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ব্রহ্মস ক্ষেপনাস্ত্র। এখানে বার্ষিক ১০০ টি ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি প্রতি বছর ১০০-১৫০ নতুন প্রজন্মের ব্রহ্মস ক্ষেপনাস্ত্রও নির্মাণ করা হবে। আরও জানা গিয়েছে, উত্তরপ্রদেশ সরকারের দেওয়া ৮০ হেক্টর জমিতে ব্রহ্মস-এর নতুন ইউনিটের নির্মাণ হয়েছে।