আর কোনো কড়া কথা নয়, এবার সরাসরি কড়া শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে তৈরি হওয়া কোনো আইফোন আমেরিকার বাজারে বিক্রি করতে হলে অ্যাপল সংস্থা কে অতিরিক্ত ২৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে বলে জানালেন ট্রাম্প।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- গত সপ্তাহে কাতার সফরের সময় আইফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপেলের সিইও টিম কুক কে পাশে বসিয়েই একপ্রকার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেদিন তিনি কুক কে উদ্দেশ্য করে বলেছিলেন, “আপনারা (অ্যাপল সংস্থা) সারা ভারত জুড়ে কারখানা তৈরি করছেন। আমি চাই না আপনারা ভারতে এত কারখানা তৈরি করুন।” ট্রাম্পের এই কড়া বক্তব্যের পরেও অ্যাপেল সংস্থা জানায় তারা ভারতে ১.৪৯ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করতে চলেছে। আর এই খবরেই বেজায় চটেছেন মার্কিন ধনকুবের তথা ব্যবসায়ী তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার ফের একবার এক্স হ্যান্ডেলে একটি পোষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি অ্যাপল সংস্থা কে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমি অনেক আগেই টিম কুক কে জানিয়েছিলাম যে তাঁদের যে আইফোন আমেরিকায় বিক্রি করা হবে সেগুলো যেন আমেরিকাতেই তৈরি করা হয়। যদি তাঁরা (অ্যাপল সংস্থা) ভারত বা অন্য কোনো দেশে তৈরি করা আইফোন আমেরিকায় বিক্রি করতে চায় তাহলে তাঁদেরকে অন্তত ২৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে।”
প্রসঙ্গত আমেরিকা ও চীনের মধ্যে চলা শুল্ক যুদ্ধের কারণে অ্যাপেল সংস্থা তাদের চীনের সমস্ত কারখানা বন্ধ করে দিয়ে সেই জায়গায় ভারতের মাটিতে আইফোনের অ্যাসেম্বিং এর কাজ শুরু করেছে। ইতিমধ্যেই তাঁরা গত এক বছরে ভারতে প্রায় ২২ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করেছে যা তার আগের বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। এদিকে গত সপ্তাহে কাতারের মাটিতে দাঁড়িয়ে ট্রাম্পের টিম কুককে কড়া কথা শোনানোর পর বিশ্ব বাজারে অ্যাপেল এর শেয়ারের দর ৩ শতাংশ কমে গিয়েছে। ফলে এই অবস্থায় দ্বিমুখী চাপে অ্যাপেল সংস্থা। যদি তাঁরা ভারতে বিনিয়োগ কমিয়ে দেয় বা বন্ধ করে দেয় তাহলে তা যে ভারতীয় অর্থনীতিতে একটা বড় ধাক্কা দেবে তা বলাই বাহুল্য।