যে ২ বন্দুকবাজ সুড়ঙ্গে অতর্কিতে গুলি চালিয়েছিল তারাই ২২ তারিখের হামলা করেছে। দুটি হামলাতে একই জঙ্গি গোষ্ঠীর সদস্যরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। ইতিমধ্যেই পহেলগাঁও হামলায় মূল চক্রী হিসেবে নাম উঠে এসেছে হাশিম মুশার। ২০২৪ সালের সুড়ঙ্গ হামলার সময়ও সে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- পহেলগাঁও হামলার পিছনে জড়িত জঙ্গি মডিউলই ২০২৪ সালে কাশ্মীরে সুড়ঙ্গ হামলায় জড়িত বলে দাবি গোয়েন্দাদের। পহেলগাঁও হামলার ছক দীর্ঘদিন ধরে কষে ছিল জঙ্গিরা, এমনই বলছে এনআইএ (NIA) রিপোর্ট। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে বৈসরণ উপত্যকার হামলায় জড়িত কয়েকজন ঘাতক জঙ্গির ছবি। কোন গোষ্ঠী জড়িত তাও জানা গেছে। তবে জঙ্গি হামলার ঘটনায় প্রশ্ন উঠেছে ভূ-স্বর্গের নিরাপত্তায়। প্রতি বছর হাজার হাজার পর্যটকের ভিড় হয় জম্মু-কাশ্মীরে। এই ঘটনার পর আতঙ্কে পর্যটকরা। আর কেউ যেতে চাইছে না পাহাড়- উপত্যকা ঘেরা জম্মু-কাশ্মীরে। গোয়েন্দাদের দাবি ২০২৪ সালের অক্টোবর মাসে সোনমার্গে হামলায় জড়িত জঙ্গিরাই পহেলগাঁওয়ে নাশকতা করেছে। ২২ শে এপ্রিলের ঘটনায় জড়িত জঙ্গিরা এখনও কাশ্মীরেই লুকিয়ে রয়েছে এবং আবারও হামলার ছক করছে বলে গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। গোয়েন্দারা আরও জানাচ্ছে, ২০২৪ সালের অক্টোবরে জম্মু-কাশ্মীরের সোনমার্গের জি-মোর সুড়ঙ্গের কাজে যারা শ্রমিকদের ও এক চিকিৎসককে হত্যা করেছিল তারাই বৈসরণ উপত্যকায় নাশকতা চালিয়েছে। সূত্রের খবর, পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন টিআরএফ পহেলগাঁও হামলার জন্য দায়ী। যে ২ বন্দুকবাজ সুড়ঙ্গে অতর্কিতে গুলি চালিয়েছিল তারাই ২২ তারিখের হামলা করেছে। দুটি হামলাতে একই জঙ্গি গোষ্ঠীর সদস্যরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। ইতিমধ্যেই পহেলগাঁও হামলায় মূল চক্রী হিসেবে নাম উঠে এসেছে হাশিম মুশার। ২০২৪ সালের সুড়ঙ্গ হামলার সময়ও সে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। গত বছরের ওই হামলার পর নড়েচড়ে বসে প্রশাসন। তল্লাশি অভিযান শুরু হয় সমগ্র জম্মু-কাশ্মীরে। ওই বছরের ডিসেম্বরে এনকাউন্টারে নিহত হয় টানেল হত্যাকাণ্ডে জড়িত জুনেইদ আহমেদ ভাট নামে এক জঙ্গি। পরে ওই হামলার সঙ্গে যুক্ত আরও দুই জঙ্গিকে নিষ্ক্রিয় করা হয়। তবে নিরাপত্তা বাহিনী মুসাকে নাগালে পায়নি।