পাকিস্তানের মিথ্যাচার ইতিমধ্যে গোটা বিশ্বের সামনে প্রমাণিত। অপারেশন সিঁদুরের পর মনে করা হয়েছিল হয়ত এবার শিক্ষা নেবে পাকিস্তান কিন্তু না, কোথায় কি? পাকিস্তান আছে পাকিস্তানেই। তাই আবার প্রকাশ্যে সে দেশের মিথ্যাচার। এবার চিনের ছবি ‘চুরি’ করে ভারতের বিরুদ্ধে যুদ্ধজয়ের প্রচার করছে পাকিস্তান।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ রবিবার আয়োজিত একটি উচ্চপর্যায়ের নৈশভোজে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো-সহ সামরিক ও রাজনৈতিক মহলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই নৈশভোজেই শরিফকে একটি বিশেষ ছবি উপহার দেন সেনাপ্রধান আসিম মুনির। তিনি দাবি করেন, এটি ভারতের উপর পাকিস্তানের সাম্প্রতিক আক্রমণের ছবি। আর সেখানেই বাধে বিপত্তি। নেট দুনিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই দেখা যায়, যে এবার নিজেদের মুখ রাখতে চিনের ছবিকে হাতিয়ার করছে শরিফ।
অপারেশন সিঁদুরের পালটা হিসাবে অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু করে পাকিস্তান। তবে এই অপারেশনের কবে শুরু হল, কি কি হল তা কিন্তু সেইভাবে কেউ জানে না। সেই অপারেশনের সাফল্য বোঝাতেই শরিফকে এই ছবি উপহার দেন মুনির। ছবিটি দেখেই নেটিজেনদের অনেকেই দাবি করেছেন, এটা মোটেই অপারেশন বুনিয়ান উল মারসুসের ছবি নয়। আদতে এটা চিনের ক্ষেপণাস্ত্র মহড়ার ছবি। বছর চারেক আগে সামরিক মহড়ার এই ছবিটি প্রকাশ করেছিল পিএলএ। সেটাই ডাউনলোড করে বাঁধিয়ে দেওয়া হয়ে বলে মত নেটদুনিয়ার। চিনা সেনাবাহিনীর পিএইচএল-০৩ রকেট লঞ্চারকে ভারতের বিরুদ্ধে সাফল্য হিসাবে তুলে ধরছে পাক সেনা, এমনটাই বলছে নেটদুনিয়া।
আসিম মুনির ওই ছবিকে যতই অপারেশন বুনিয়ানের সময় ভারতের বিরুদ্ধে হামলার দৃশ্য বলে বর্ণনা করার চেষ্টা করুন না কেন, প্রকৃত সত্য ফাঁস হতেই পাকিস্তানের সেনাপ্রধানকে ট্রোল করতে শুরু করেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষকেরাও। তাঁর বিভ্রান্তিকর চেষ্টা নিয়ে প্রশ্ন উঠছে পাক সামরিক বাহিনীর অভ্যন্তরেও। আসলে ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের যে কোনও ক্ষয়ক্ষতি হয়নি সেই বিষয়টি প্রমাণ করতে চাইছে তারা। কিন্তু সেই অপারেশনের ছবি প্রকাশ ঘিরেই ফের অস্বস্তিতে পাকিস্তান।