ঋক পুরকায়স্থ, সাংবাদিক: ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন। এর বদলা হিসেবে ভারত চালায় অপারেশন সিঁদুর। কিন্তু তার পাশাপাশি একাধিক ভাবে পাকিস্তানকে ভাতে মারতে চেয়েছে ভারত। কখনও সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল, কখনও পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ। আবার কখনও ভিসা বাতিল। কিন্তু এইরকম পরিস্থিতিতে যদি ভিসা বাতিল হয়ে থাকে তাহলে পাকিস্তানি হকি দল ভারতে এসে চলতি বছরের এশিয়া কাপ খেলবে কীভাবে?
এই বছরেরই ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিহারের রাজগিরে। তবে এইরকমের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের হকি টিমের ভারতে আসা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তারা এই বিষয় নিয়ে এশিয়ান হকি ফেডারেশনের কাছে ভিসার আর্জিও করেছেন।
পাকিস্তান হকি টিমের একজন উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, এই এশিয়া কাপ পাকিস্তানের হকি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগামী বছরে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে বসবে পুরুষদের হকি বিশ্বকাপের আসর। সেখানে যোগ্যতা অর্জনের জন্য এশিয়া কাপ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই তারা এই সুযোগকে একেবারেই হাতছাড়া করতে চাইছেন না। তারা ভারতীয় হকি ফ্রেডারেশনের কাছে আশা রাখছেন যাতে একটা সমাধানের সূ্ত্র বেরোয়। এর আগে ২০২৩ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান। তাই এইবারের সুযোগ একেবারেই হাতছাড়া করতে চাইছে না পাকিস্তান হকি টিম।