গত মঙ্গলবার পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি শিবির ভারত গুঁড়িয়ে দেওয়ার পর থেকে মাত্র একবারই জনসমক্ষে দেখা গিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। তারপর থেকে তিনি বেপাত্তা। পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ করে চলেছে ভারত। সেই সময় পাক প্রধানমন্ত্রীর এইভাবে লুকিয়ে থাকাকে সরাসরি আক্রমণ করলেন পাকিস্তানেরই সাংসদ।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- গত ২২ তারিখ পহেলগাঁও এ জঙ্গি হামলার পর ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত যতগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একেবারে পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি শিবির গুঁড়িয়ে দেওয়া। ভারত যখন একতরফা প্রত্যাঘাত করে চলেছে তখন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শরীফের এইভাবে লুকিয়ে থাকা নিয়ে উত্তাল পাক পার্লামেন্ট। গত দুই দিনের মতো শুক্রবারও পাকিস্তানের সংসদে বিরোধী পিটিআই (Pakistan Tehreek-e-Insaf)এর সাংসদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে পাকিস্তানের শাসক দলকে। এদিন তো পিটিআই সাংসদ শাহিদ খট্টর শাহবাজ শরীফ কে সরাসরি শৃগালের সঙ্গে তুলনা করলেন।
ভারতের প্রত্যাঘাতে ভীত সন্ত্রস্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নাকি বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। এতটাই ভীত শাহবাজ শরীফ যে, গত দুই দিন ধরে এড়িয়ে গিয়েছেন পাক সাংসদ। শাহবাজ শরীফের এইভাবে লুকিয়ে থাকা নিয়ে সংসদে তুমুল আক্রমণ করেছেন পিটিআই সাংসদ শাহিদ খট্টর। এদিন তিনি বলেন, “যখন দেশের সেনা সীমান্তে লড়াই করছে, তখন কোথায় রয়েছেন দেশের প্রধান?” টিপু সুলতানের বলা একটি উপমা টেনে তিনি বলেন, শিয়ালদের ফৌজ এর নেতা যদি সিংহ হয় তাহলে শিয়ালরাও সিংহের মতো লড়াই করতে পারে, আর যদি সিংহ সেনার নেতা শিয়াল হয় তাহলে সিংহ হয়েও তারা লড়াই করতে পারে না। শাহিদ খট্টর পাক প্রধানমন্ত্রী কে আক্রমণ করে বলেন, “এই মূহুর্তে সীমান্তে যে সেনা লড়াই করছে, তারা আমাদের কাছে এটাই আশা করে যে আমাদের নেতা, দেশের নেতা যেন তাদের পাশে দাঁড়ায়। কিন্তু কোথায় আমাদের নেতা ? যে নিজে বোকা(বুঝদিল), যে মোদীর নাম করতেই ভয় পাচ্ছেন, সে কি করে সেনার মনোবল বাড়াবে ?” বোঝা যাচ্ছে শুধু বাইরে থেকে ভারতের আক্রমণই নয়, ঘরের ভিতরের আক্রমণেও পাক প্রধানমন্ত্রীর আসন আরো টলমল হয়ে গিয়েছে।