পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার তদন্তে পাকিস্তান যেন ভারতের সঙ্গে সহযোগিতার রাস্তায় হাঁটে। সূত্রের খবর, বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ফোন করে এমনই নির্দেশ দিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- গত ২২ তারিখ পহেলগাঁও জঙ্গি হামলার (#Pahelgam terror attack) ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েই চলেছে। একদিকে সারা ভারত জুড়ে পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার দাবি উঠছে, অন্যদিকে যুদ্ধের ভয়ে ভীত পাকিস্তানের নেতা মন্ত্রীরা পাগলের মতো ভারত বিরোধী মন্তব্য করে চলেছে, যা দুই দেশের মধ্যে টেনশন আরও বাড়িয়ে দিচ্ছে। এই আবহে বুধবার আমেরিকার বিদেশসচিব (US Secretary of State) মার্কো রুবিও (Marco Antonio Rubio) ফোন করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কে। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার পর থেকে দুই দেশের (ভারত, পাকিস্তান) সীমান্ত (Border) শুধু নয়, দুই দেশেই, বিশেষ করে সারা ভারত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। ফলে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যুদ্ধের টেনশন। পরমাণু শক্তিধর দুই দেশ সরাসরি যুদ্ধে অবতীর্ণ হলে তা শুধু ভারত বা পাকিস্তান নয়, সারা পৃথিবীতেই তার প্রভাব পড়বে। এমনকি তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও গড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই আবহে দুই দেশের দুই শীর্ষ নেতাকে মার্কিন বিদেশসচিবের ফোন যথেষ্ট গুরুত্বপূর্ণ।
সূত্রের খবর, মার্কো রুবিও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর কে ফোন করে পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। এমনকি এই ধরনের ঘটনার বদলা নেওয়ার সম্পূর্ণ অধিকার ভারতের রয়েছে বলেই তিনি মন্তব্য করেছেন বলে শোনা যাচ্ছে। যদিও সীমান্তে যাতে টেনশন না বাড়ে সেদিকেও ভারতের লক্ষ্য রাখা উচিত বলে জয়শংকর এর কাছে আবেদন করেছেন মার্কো রুবিও। এদিকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে মার্কিন বিদেশসচিব জানতে চেয়েছেন কেন এখনো পাকিস্তানের পক্ষ থেকে এই ঘটনার (পহেলগাঁও জঙ্গি হামলা) নিন্দা করা হয় নি ? সূত্রের খবর পাক প্রধানমন্ত্রী কে এটাও জানানো হয়েছে যে পাকিস্তান যেন এই জঙ্গি হানার ঘটনার তদন্তে ভারতকে সবরকম সহযোগিতা করে। শোনা যাচ্ছে মার্কিন বিদেশসচিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী অনুনয় বিনয় করে আবেদন করেছেন যে তারা(আমেরিকা) যেন ভারতকে শান্ত হওয়ার কথা বলে।