কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকা থেকে তাঁকে ধরা হয়। ধৃতের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে ওই পাকিস্তানিকে আটক করা হয় এবং কী কারণে তিনি ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। এমনকি রাষ্ট্রসংঘের বৈঠকে মুখ পুড়েছে পাকিস্তানের। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়লেন এক পাকিস্তানি নাগরিক। কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকা থেকে তাঁকে ধরা হয়। ধৃতের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে ওই পাকিস্তানিকে আটক করা হয় এবং কী কারণে তিনি ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার পঞ্জাবের গুরদাসপুর এলাকায় এক পাকিস্তানি নাগরিককে পাকড়াও করার খবর প্রকাশ্যে আসে। গত ৩-৪ মে মধ্য রাতে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে গুরদাসপুরে ঢোকার সময় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ (BSF)- এর হাতে ধরা পড়েন হুসনাইন নামে ওই পাকিস্তানি নাগরিক। পরে তাঁকে পঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারও আগে গত শনিবার এক পাকিস্তানি রেঞ্জারকেও আটক করে সীমান্তরক্ষী বাহিনী। এই বার কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর হাতে পাকড়াও হয় আরও এক পাকিস্তানি। প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ আবহ তৈরি হয়েছে। ২ পক্ষই একে অপরের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। এই পরিস্থিতির মধ্যে গত মাসের ২৩শে এপ্রিল পঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটি করার সময় ভুল করে পাকিস্তানে ঢুকে পড়ে, তৎক্ষণাৎ পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন বিএসএফের ২৪ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল পূর্ণম কুমার সাউ। তাঁকে ছাড়ার বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিক বার বৈঠক হয়। তবে এখনও পর্যন্ত এনিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।