ঋক পুরকায়স্থ, সাংবাদিক: ভারত-পাক উত্তেজনার পরিস্থিতি কাটিয়ে দ্বিতীয় দফায় আবার চলছে আইপিএলের বাকি ম্যাচগুলি। প্রায় ১১ বছর পর খরা কাটিয়ে আইপিএলের প্লে অফে পৌঁছে গিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু এই আইপিএল চলাকালীনই দলের মধ্যে ভাঙন দেখতে পাওয়া গেল পাঞ্জাবের। এমনকি দলের অপর দুই মালিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন প্রীতি জিন্টা। নিয়ম লঙ্ঘন করে সাধারণ সভা ডাকার অভিযোগে এই মামলাটি করা হয়েছে। দলের আরও দুই মালিক হলেন মোহিত বর্মন ও নেস ওয়াদিয়া।
এখনও পর্যন্ত মোট ১২ টি ম্যাচ খেলে ৮ টি ম্যাচ জিতেছে পাঞ্জাব। অসাধারণ প্রদর্শন ক্যাপ্টের শ্রেয়সের। ১১ বছর পর প্লে অফে উঠেছেন তারা। আর এই সময় দলের অন্তর্বর্তী দ্বন্দ দলের ক্ষেত্রে অনেকটাই ক্ষতিকর বলেও অনেকে মনে করছেন। প্রায় সবকটি ম্যাচেই মাঠে দেখতে পাওয়া গিয়েছিল প্রীতি জিন্টাকে। মাঠে থেকে তিনি দলকে সমর্থন করে গিয়েছেন।
এই দলটি পরিচালনা করেন কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড। এই সংস্থার তিন জন ডিরেক্টর হলেন প্রীতি জিন্টা, মোহিত বর্মন এবং নেস ওয়াদিয়া। এপ্রিল মাসের ২১ তারিখ একটি জেনারেল মিটিং ডাকা হয়। বৈঠকটিতে যথাযথ নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছেন প্রীতি। তিনি বলেন যে এই বৈঠকে তাঁর আপত্তি ছিল। বৈঠকের সীদ্ধান্ত হিসাবে মুনিশ খান্নাকে নতুন ডিরেক্টর করা হয়। আর এই কারণের আদালতের দ্বারস্থ হল প্রীতি। একদিকে প্লে অফে খেলবে পাঞ্জাব আর তার মধ্যে এই রকমের আইনি জটিলতা। কাপ লক্ষের দৌড়ে এর প্রভাব যে পড়তে চলেছে তা মনে করছেন বহু বিশেষজ্ঞরা।