বেশ অনেকগুলো দিন ধরেই জেলবন্দী প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তার মুক্তির জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন করলেন তার দুই পুত্র।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: পাকিস্তানের জেল থেকে ইমরানকে উদ্ধার করতে এবার আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হয়েছেন ২৭ বছরের সুলেমান খান এবং ২৬ বছরের কাসিম খান। সুলেমান ও কাসিম প্রথমবার প্রকাশ্যে তাদের বাবার বিষয়ে মুখ খুলেছেন। তারা জানিয়েছেন, আইনি ও অন্যান্য সব পথ ব্যর্থ হওয়ায় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন ৭২ বছর বয়সী ক্রিকেটার-রাজনীতিবিদ ইমরান খান। একটি দুর্নীতি মামলায় তিনি তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার বিরুদ্ধে প্রায় ১৫০টি অভিযোগ রয়েছে।
তার দল তেহরিক-ই-ইনসাফ এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে করে আসছে। ইমরানের আইনজীবীরাও বার বার অভিযোগ করেছেন, জেলে খুবই অবহেলার মধ্যে রাখা হয়েছে তাকে। এই প্রেক্ষিতে প্রথম বার বাবার মুক্তির জন্য প্রকাশ্যে আবেদন জানালেন দুই পুত্র।
এই প্রসঙ্গে উল্লেখ্য কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছিল এক চাঞ্চল্যকর খবর, জানা যায় দাবি করা হয়, জেলের ভিতর যৌন নির্যাতনের শিকার হয়েছেন ইমরান! মার্চ মাসের ৩ তারিখ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে অচৈতন্য অবস্থায় জেল থেকে উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। শুধু তাই নয়, ইমরানকে যে যৌন নির্যাতন করা হয়েছে, তারও নাকি প্রমাণ মিলেছিল। এই আবহে ইমরান পুত্রদের এই আবেদনে কতটা সাড়া দিতে পারেন ট্রাম্প সেটাই দেখার।