ঋক পুরকায়স্থ, সাংবাদিক: গত মরসুমে একেরপর এক জয় ছিনিয়ে নিয়েছে মোহনবাগান। গত মুরসুমে ডুরান্ড কাপের ফাইনালিস্ট ছিল মোহনবাগান। ফাইনালে অপ্যত্যাশিত ভাবে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হেরে গিয়েছিল তারা। ২০২৩ সালে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। তবে এরপরে সবুজ মেরুন বাহিনীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একেরপর এক জয় তারা ছিনিয়ে এনেছিল। ভারতীয় ফুটবলের সেরা লিগ ইন্ডিয়ান সুপার লিগে দুটি ম্যাচ বাকি থাকার আগেই তারা শিল্ড জিতে নিয়েছিল। রেকর্ড পয়েন্ট অর্জন করেছিল তারা। এরপর ট্রফিও জিতে নেয় তারা। সুপার কাপে তারা আসল দল মাঠে নামায়নি। একজন বিদেশি দিয়েই সুপার কাপের সেমিফাইনালে উঠে পড়েছিল তারা। বিশেষজ্ঞদের মতে সুপার কাপের দল থেকে ২-৩ জন নতুন খেলোয়াড়কে তারা তাদের মূল দলে নিয়ে আসবে। এখন মোহনবাগানের মূল প্রতিদ্বন্দী মোহনবাগান নিজেই। একের পর এক সাফল্য ধরে রাখাই এখন তাদের মূল উদ্দেশ্য।
সম্ভবত জুলাই মাসের ১৮ তারিখ থেকে আগস্ট মাসের ২৩ তারিখ পর্যন্ত চলবে ডুরান্ড কাপ। এই ডুরান্ড কাপকেই পাখির চোখ করছে মোহনবাগান। সেমিফাইনালে হারের পর কাপ জেতার লক্ষ এবারের মরসুমে। এরপর সুপার কাপ বন্ধ হয়ে সেপ্টেম্বরে চালু হতে চলেছে ফেডারেশন কাপ। আর সেপ্টেম্বরের শেষে আবার আইএসএল শুরু হবে। ফলে প্রস্তুতির একেবারেই সময় পাবেনা মোহনবাগান। সময় অপচয় থেকে বিরত থেকে তারা কাপ জয়কেই পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে।