ইউক্রেন জুড়ে একের পর এক আছড়ে পড়েছে রাশিয়ার মিসাইল ড্রোন। যা নিয়ে ইতিমধ্যেই পুতিনকে তীব্র কটাক্ষ করেছেন জেলেন্সকি, এবার পুতিনকে বদ্ধ উন্মাদ বললেন ডোনাল্ড ট্রাম্প।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ অতীতে পুতিনের প্রতি প্রশংসা প্রকাশ করেছেন একাধিকবার। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলিতে কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় মস্কোর অবস্থান নিয়ে ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। তবে এবার ইউক্রেনের ওপর এইরকম ভাবে ড্রোণ-মিসাইল হামলার পরে ভ্লাদিমির পুতিনকে বদ্ধ উন্মাদ আখ্যা দিলেন ট্রাম্প। এর পাশাপাশি ট্রাম্প বলেছেন, ইউক্রেন সম্পূর্ণভাবে দখলের যে কোনও প্রচেষ্টা রাশিয়াকে পতনের দিকে নিয়ে যাবে।
রুশ হামলার খবর পেয়েই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘পুতিনের সঙ্গে আমার সবসময়েই খুব ভালো সম্পর্ক। কিন্ত ওঁর কিছু একটা হয়েছে, একেবারে পাগল হয়ে গিয়েছেন। অকারণে প্রচুর মানুষকে হত্যা করছেন। অপ্রয়োজনীয়ভাবে মিসাইল ছুড়ছেন ইউক্রেনের নানা শহরে। আমি বারবার বলেছি, পুতিন যদি গোটা ইউক্রেন দখল করতে চান তাহলে আখেরে রাশিয়ারই পতন হবে।’ তিনি ছাড়েননি জেলেনস্কিকেও। তাকেও একহাত নিয়ে ট্রাম্প বলেছেন, ‘ও কথা বললেই সমস্যা তৈরি হয়।’
ট্রাম্পের সাফ কথা, ইউক্রেনের শহরগুলিতে কোনও কারণ ছাড়াই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হচ্ছে। অকারণে অনেক মানুষকে হত্যা করছেন পুতিন। ট্রাম্প দ্বিতীয় বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর রাশিয়া এবং ইউক্রেনকে নিয়ে আমেরিকার অবস্থান ক্রমশ বদলাচ্ছিল। জো বাইডেনের আমলে ওয়াশিংটন যে পুতিন-বিরোধী অবস্থান নিয়ে চলছিল, তা থেকে অনেকটাই সরে আসেন ট্রাম্প। বরং ডেমোক্র্যাট আমলের মতো নিঃশর্তে সামরিক সাহায্য যে মিলবে না, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ট্রাম্প। এ হেন পরিস্থিতিতে পুতিনকে ট্রাম্পের তোপ দাগা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাশিয়া শনিবার এবং রবিবার ইউক্রেনের একাধিক শহরে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে । সবমিলিয়ে ৩৬৭টি ড্রোন ইউক্রেনে হামলা চালিয়েছে বলে খবর, যা গত তিন বছরের যুদ্ধে একদিনের নিরিখে সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন হামলা। রবিবার এই হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রবিবারের হামলাটি হয়েছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চলাকালীন।