এই ফিল্মটির ট্রেইলার এইটা মনে করায় যে মূল সিনেমাটির কিছু ভালো মুহূর্ত নিয়ে এই ট্রেইলার টি এডিট করে দেওয়া হয়েছে। সারা ট্রেইলার জুড়ে এই সিরিজটির কিছু বিখ্যাত দৃশ্য আবার নতুন করে তৈরী করা হয়েছে।
চক্রযুদ্ধ ঘোষ, সাংবাদিক- অবশেষে চলে এসেছে হাউসফুল ৫ এর ট্রেইলার! টিনেজারদের কাছে এই ফ্রাঞ্চাইজিটার একটা নাম থাকলেও পরিণত দর্শকদের কাছে এর গ্রহণযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েই যায়। আজকের পরিণত দর্শক যখন টিনেজার ছিল তখন এই সিরিজের শুরু। পার্ট ১, দর্শকের মন কাড়লেও এখন এই সিরিজ টি সময়োচিত নয়। ট্রেইলার টি শুরু হয়ে তিনটে জলি নামক চরিত্র দিয়ে, যেই তিনটি চরিত্রে রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, আর অক্ষয় কুমার অভিনয় করেছেন। তাদের বাবা রঞ্জিত মারা গেছেন, এবং এখন এই তিনটি ক্যারেক্টার তার সম্পত্তি নিয়ে টানাটানি করছে। এরই মধ্যে ঢুকে পরে ডিনো মোরিয়া, ফারদিন খান, এবং চিত্রাঙ্গদা সিংহের চরিত্র, যারা গল্পের মূল চরিত্র না হলেও, বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সারা ট্রেইলার জুড়ে এই সিরিজটির কিছু বিখ্যাত দৃশ্য আবার নতুন করে তৈরী করা হয়েছে। যেমন হাউসফুল ১ এ অক্ষয় কুমারের সেই বাঁদরের হাতে চড় খাওয়া, তারপর অক্ষয় কুমারের সেই “এ….” শব্দটা করা। জ্যাকলিনের সাথে তার একটা হাসির দৃশ্য আছে, যেটি বেশ প্রাপ্ত বয়স্ক দর্শকের জন্যে। আমরা চানকি পাণ্ডেকেও দেখতে পাই একটা দৃশ্যে।
ট্রেইলারের একদম শেষে আমরা দেখতে পাই সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ কে। জ্যাকি শ্রফের মুখে আমরা তার সন্তান টাইগার শ্রফের বিখ্যাত সংলাপ “ছোটি বাচ্চি হো কয়া” শুনতে পাই। বেশ মজা দিতে পারলেও, কোথাও গিয়ে আমাদের মনে হয়ে এই সিনেমাটি শেষ মেশ ভালো নাও হতে পারে। এই ফিল্মটির ট্রেইলার এইটা মনে করায় যে মূল সিনেমাটির কিছু ভালো মুহূর্ত নিয়ে এই ট্রেইলার টি এডিট করে দেওয়া হয়েছে। ট্রেইলারে মহিলা চরিত্র গুলিকে কোনো জায়গা করে দেওয়া হয়নি। পাঞ্জাবি অভিনেত্রী সোনাম বাজওয়া, নার্গিস ফাখড়ি, জ্যাকলিন ফেরনান্ডেজও সেরকম জায়গা পায়নি। শুধু সময় বলবে এই ফিল্মটি কত কামায় বক্স অফিসে এবং আইপির দমে কতটা সুবিধে করে অক্ষয় কুমার আবারও বক্স অফিসে ঝড় তুলতে পারে।