আজ তার পরবর্তী ফিল্মের পোস্টার মুক্তি পেয়েছে। তিনি নিজে এটি তার সোশ্যাল মিডিয়া তে আপলোড করেন। পোস্টার টি তে তাকে একটা জন্তুর দিকে ক্রুদ্ধ হয়ে তাকিয়ে চিল্লাছেন। জন্তুর মতন দেখতে মানুষ টি কে আরেকটু ভালো ভাবে এডিট করা যেতো।
চক্রযুদ্ধ ঘোষ, সাংবাদিক- কাজল কে খুবই কম দেখা যায় বড়ো পর্দায়। বর্তমানে তার কিছু কাজ ছোট পর্দায় বেশ জনপ্রিয় হয়েছে। ‘লাস্ট স্টোরিজ ২’ তে ওনার অভিনয় দর্শকের নজর কেড়েছিল আর ‘দো পাত্তি’ ফিল্মটি তেও ওনার অভিনয় দর্শকের ভালোবাসা পেয়েছিলো। তার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শেষ সফল ছবি ছিল ২০২০ সালের ‘তানহাজী’। সেটি পাঁচ বছর আগে এসেছিলো। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘সালাম ভেনকি’ ফিল্মটি বক্স অফিসে সফলতা পায়নি।
আজ তার পরবর্তী ফিল্মের পোস্টার মুক্তি পেয়েছে। তিনি নিজে এটি তার সোশ্যাল মিডিয়া তে আপলোড করেন। পোস্টার টি তে তাকে একটা জন্তুর দিকে ক্রুদ্ধ হয়ে তাকিয়ে চিল্লাছেন। জন্তুর মতন দেখতে মানুষ টি কে আরেকটু ভালো ভাবে এডিট করা যেতো। পোস্টার টি বেশ পুরনো অনেক ফিল্মের পোস্টারের মতন একই দেখতে লাগছে। সেরকম দুর্দান্ত কোনো ব্যাপার নেই এই পোস্টার টি তে।
অজয় দেবগনের টিম থেকে জানা গেছে যে এই ফিল্মটি তার ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘শয়তান’ সিনেমাটির একই ইউনিভার্সের। ‘শয়তান’ সিনেমা টি একটি গুজরাটি ফিল্ম ‘ বশ ‘ এর রিমেক। দেখা যাক যে কেমন ব্যবসা করে এই ফিল্মটি। আই পি-র জোরে ‘শয়তান’ ইউনিভার্সের নাম জড়িয়ে ফিল্ম টি কী বক্স অফিসে কোনো লাভ করতে পারবে? আজকাল হরর কমেডির খুবই চল। কিন্তু ভারতে এখনো হরর সিনেমার সেরকম কোনো চাহিদা নেই। এখন দেখা যাক যে কাজলের ফ্যান ফলোইং-এর খাতিরে ঠিক কিকরম পরিণতি হয় ‘ মা ‘ এর। সময় বলবে যে এটি ঠিক কত টা বক্স অফিসে সফল হয়ে।