দীর্ঘ ৪মাস ধরে লড়ছিলেন তিনি তবে তার পরেও সেই লড়াই জেতা হল না। এসএসকেএম হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন স্যালাইন কাণ্ডে অসুস্থ হয়ে পড়া প্রসূতি নাসরিন খাতুন
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: এসএসকেএমে বিগত ৪মাস ধরে চিকিৎসাধীন নাসরিন খাতুনের মৃত্যু হয়েছে। গত ১২ জানুয়ারি থেকে এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন নাসরিন। মস্তিষ্কে রক্ত চলাচল ব্যহত হওয়ার পাশাপাশি কিডনি ক্ষতিগ্রস্ত হয় নাসরিনের। তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় নাসরিনকে।
স্যালাইনে বিষক্রিয়ায় যে কয়েকজন প্রসূতি অসুস্থ হয়েছিলেন, তাদের মধ্যে নাসরিন সর্বকনিষ্ঠ। বয়স ১৯ বছর। দিন ১০ আগেই জেনারেল বেডে দেওয়া হয়েছিল নাসরিনকে। ১০ তারিখ বাড়ি ফেরার কথা ছিল। ৯ মে রাত থেকে ফের খিঁচুনি, বমি শুরু হয়। রবিবার রাতে ডাক্তাররা জানান, ও আর নেই।’ তুলনামূলকভাবে কম অসুস্থ রেখা সাউ নামে এক প্রসূতি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি তিন জন মাম্পি সিংহ, মিনারা বিবি ও নাসরিন খাতুনকে ১২ জানুয়ারি এসএসকেএমে ভর্তি করানো হয়। মাম্পি, মিনারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, গত জানুয়ারীতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একের পর এক মারাত্মক অভিযোগ উঠেছিল। মেয়াদ উত্তীর্ণ, নিম্নমানের স্যালাইন ও ওষুধপত্র ব্যবহার করা হয়েছে রোগীদের এমন অভিযোগ করা হয়। স্যালাইনের বোতলে ছত্রাকও মজুত ছিল বলে অভিযোগ সামনে এসেছে। ।