নিজের এক্স হ্যান্ডেলে কোনো নাম না নিয়েই পরিচালক লেখেন ,” যখন আমি কোনো অভিনেতার কাছে গল্প ন্যারেট করি , আমি তার প্রতি ১০০% বিশ্বাস রাখি। যেখানে একটি অলিখিত চুক্তি থাকে আমাদের মধ্যে কিছু প্রকাশ না করার। কিন্তু এই কাজটা করে তুমি এটাই প্রকাশ করলে যে তুমি কেমন মানুষ।
দেবস্মিতা বিশ্বাস : সম্প্রতি চর্চার শিখরে সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী প্রজেক্ট ”স্পিরিট” , এই ছবিতে মুখ্যচরিত্রে দক্ষিণী তারকা প্রভাসের বিপরীতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে , এমনটা ঠিক থাকলেও মতের মিল না হওয়ায় কিছুদিন আগেই ছবি থেকে সরে দাঁড়ান অভিনেত্রী। এরপর সেই জায়গায় অফিসিয়ালি ঘোষণা করা হয় তৃপ্তি ডিমরির নাম। এক্স হ্যান্ডেলে পরিচালকের পাশাপাশি ”স্পিরিট” এর পোস্টারে লেখা নিজের নাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন তৃপ্তিও। যেখানে হিন্দির পাশাপাশি তেলেগু,কন্নড়, মালায়ালম, চাইনিজ , জাপানিজ ভাষাতেও দেখতে পাওয়া যায় অভিনেত্রীর নাম , যা ইঙ্গিত করছে এই ছবির প্যান ইন্ডিয়া মুক্তিকেও। দর্শক মহলে এই ঘোষণা নিয়ে উচ্ছ্বাস শুরু হতেই এবার এক্স হ্যান্ডেলে সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন একটি পোস্ট ঘিরে উত্তেজনা তুঙ্গে নেটিজেনদের।
নিজের এক্স হ্যান্ডেলে কোনো নাম না নিয়েই পরিচালক লেখেন ,” যখন আমি কোনো অভিনেতার কাছে গল্প ন্যারেট করি , আমি তার প্রতি ১০০% বিশ্বাস রাখি। যেখানে একটি অলিখিত চুক্তি থাকে আমাদের মধ্যে কিছু প্রকাশ না করার। কিন্তু এই কাজটা করে তুমি এটাই প্রকাশ করলে যে তুমি কেমন মানুষ। একজন জুনিয়র অভিনেত্রীকে নিচু করা আর আমার গল্পপ্রকাশ করে দেওয়া ? এইটা তোমার নারীবাদী স্বত্বা? একজন পরিচালক হিসাবে , আমার কাজের পিছনে দীর্ঘ বছরের পরিশ্রম রয়েছে, আমার কাছে সিনেমা তৈরী সব কিছু। তুমি এটা বোঝোনি। তুমি এটা কোনোদিনই বুঝবেনা।” পরিচালক আরও লেখেন যে, ” এমন করো যে পরের বার পুরো গল্পটাই বলে দাও কারণ আমার একটুও যায় আসেনা। #ডার্টিপিআরগেমস। ”
পোস্টটি সামনে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে গুঞ্জন , তবে কি দীপিকাকেই উদ্দেশ্য করে এটি লিখলেন সন্দীপ রেড্ডি এমনটাই প্রশ্ন উঠছে। সূত্রের খবর , কাজের সময় ও ছবির প্রফিট শেয়ারের বিষয় নিয়ে মতের মিল না হওয়ায় ” স্পিরিট” থেকে সরে যান দীপিকা। যদিও এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি অভিনেত্রীর তরফ থেকে।