সোনারপুরের লাঙলবেড়িয়া থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ।
বিশ্বজিৎ নস্কর, দক্ষিণ ২৪ পরগনা- কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সোনারপুরের লাঙ্গলবেড়িয়া থেকে উদ্ধার হলো একাধিক আগ্নেয়াস্ত্র। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৩ টি শর্ট ও ১ টি লং আর্মস। এছাড়াও উদ্ধার হয়েছে ৮ রাউন্ড লাইভ কার্তুজ। তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
সোনারপুর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে বিক্রম বাঁশিকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি ওয়ান সার্টার উদ্ধার করা হয়। এর আগেও আর্মস সহ তাকে ২০১৫ সালে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে লাঙলবেড়িয়া থেকে অনুপ বিশ্বাস ওরফে পকাই ও হেমন্ত বাঁশি ওরফে স্নেক নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। এই দুজনের কাছ থেকে আরও ২টি ছোট ওয়ান সার্টার ও ১টি বড় নল ওয়ালা বন্দুক উদ্ধার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮ রাউন্ড লাইভ কার্তুজও। বছর তিনেক আগে বিষ্ণুপুরের কুখ্যাত দুষ্কৃতি সাধনের কাছ থেকে তারা এই আগ্নেয়াস্ত্র কিনেছিল বলে জানা গিয়েছে। এই আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ভয় দেখিয়ে তোলাবাজির কাজ করত বলে জানা গিয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।