চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি আন্দোলনরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। ‘আর কোন পরীক্ষা নয় ‘,চাকরি ফেরত দিতে হবে সরকারকে দাবি আন্দোলনকারীদের।
নাজিয়া রহমান, সাংবাদিক- শনিবারও অব্যাহত বিকাশ ভবনের সামনে ‘যোগ্য’ চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ। চাকরি ফেরানোর দাবিতে আন্দোলনে তেজ আরো বাড়ছে। এদিন আইএনটিইউসির সেবা দলের পক্ষ থেকে চাকরিহারাদের অবস্থান মঞ্চে এক অভিনব প্রতিবাদ দেখা গেল। এক ব্যক্তি প্রতীকি রবীন্দ্রনাথ ঠাকুর সেজে বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীদের হাতে গোলাপ ফুল তুলে দেন, যদিও পুলিশ কর্মীরা সেই ফুল নেননি।
প্রতীকী রবীন্দ্রনাথ বলেন, “পুলিশের আচরণকে সমর্থন করি না। শিক্ষকদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিতে অভিনব আয়োজন। বাংলা মানেই শান্তি, সম্প্রীতি। এটা পুলিশেরও মনে রাখা উচিত।”
এছাড়াও এদিন চাকরিহারাদের পক্ষ থেকে খোলা আকাশের নিচে এক অভিনব পাঠশালার আয়োজন করা হয়। বেশ কিছু ছাত্র-ছাত্রী তাদের এই পাঠশালাই আসেন পড়তে। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা তাদের নীতিকথার পাঠ দেন। কখনোই জানো ছাত্রছাত্রীরা ভবিষ্যতে বড় হয়ে মিথ্যা কথা না বলে, আজ প্রতীকি পাঠশালায় সেই পাঠ দিলেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। ছাত্রছাত্রীরাও সমস্বরে চিৎকার করে বলে তারা “মিথ্যে কথা বলবে না “। ‘হীরক রাজার দেশে “এর উদয়ন পন্ডিতের পাঠশালা যেন আজ প্রতীকী হিসেবে গড়ে উঠেছিল বিকাশভবনের সামনে।
সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিল হয়েছে। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। চাকরি ফিরে পাওয়ার আন্দোলনে তারা শামিল হয়েছেন। কোনমতেই পুনরায় তারা পরীক্ষায় বসতে চান না। শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে দেখা না করা পর্যন্ত তারা আন্দোলন চালাবেন বিকাশ ভবনের সামনে। গত বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাওকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে করুণাময়ী চত্বর। বিকাশ ভবন কার্যত দখল করে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা। ঘেরাও মুক্ত করতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। সেই লাঠির ঘায়ে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা বলেও দাবি আন্দোলনকারীদের। তবে আন্দোলন থামবে না যতদিন না চাকরি তারা ফেরত পারছেন। ক্রমশ আন্দোলন আরো তীব্রতর হবে এমনটাই হুঁশিয়ারি তাদের।