যে হাতে চক ডাস্টার থাকার কথা সেই হাত ধরল ঝাড়ু। গত ১৩দিন ধরে বিকাশ ভবনের সামনে চলছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন। দীর্ঘদিন ধরে জমায়েতের ফলে নোংরা হচ্ছে আন্দোলনস্থান। রবিবার তাই ঝাড়ু ধরলেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। অন্যদিকে প্রতীকী পাঠশালায় ছাত্রছাত্রীদের নিয়ে আসায় বিতর্কে জড়িয়েছেন আন্দোলনকারীরা। প্রশ্ন উঠেছে শিক্ষকদের আন্দোলনে কেন পড়ুয়ারা?
নাজিয়া রহমান, সাংবাদিক
অবস্থান অব্যাহত বিকাশ ভবনের সামনে। চাকরি ফেরানোর দাবিতে চলছে আন্দোলন। যে হাতে চক ডাস্টার থাকার কথা সেই হাত ধরল ঝাড়ু। গত ১৩দিন ধরে বিকাশ ভবনের সামনে চলছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন। সুপ্রিম কোর্টের রায়ে ব্যাপক দূর্নীতির অভিযোগে বাতিল হয়েছে ২০১৬ সালের প্যানেল। তাতে চাকরিহারা প্রায় ২৬হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। চাকরি ফেরানোর দাবিতে চলছে তাদের আন্দোলন।
প্রায় ১৩ দিন ধরে বিকাশ ভবনের সামনে আন্দোলনে রত চাকরিহারা শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। দীর্ঘদিন ধরে জমায়েতের ফলে নোংরা হচ্ছে আন্দোলনস্থান। রবিবার তাই ঝাড়ু ধরলেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। সমাজ গড়ার কারিগরেরা নিজেরাই ঝাড়ু দিয়ে বিকাশ ভবনের সামনের রাস্তা সাফাই করলেন। কারণ চাকরি ফেরানোর দাবিতে আন্দোলন করতে নেমে রাস্তায় হয়ে উঠেছে তাদের ঘরবাড়ি। তাই ঘরবাড়ী যেমন সুন্দর করে পরিস্কার রাখেন তারা সেই মনভাব নিয়ে এদিন সকালে রাস্তাও পরিস্কার করলেন তারা।
শনি ও রবিবার বিকাশ ভবন বন্ধ। তাই তেমন বড় কোন কর্মসূচি না থাকলেও। শিশুদের নিয়ে প্রতীকী পাঠশালার আয়োজন করা হয়েছিল শনিবার। সরকারি, বেসরকারি এবং কেন্দ্রীয় বিদ্যালয় মিলিয়ে প্রায় ১০টি স্কুলের বেশ কয়েকজন ছাত্রছাত্রী প্রতীকী স্কুলে নীতি শিক্ষার পাঠ গ্রহন করেন। পড়ুয়াদের মুখে শোনা যায়, ‘‘আমাদের শিক্ষকদের চাকরি অন্যায় ভাবে কেড়ে নেওয়া হয়েছে। তার প্রতিবাদেই এসেছি।’’
প্রতীকী পাঠশালায় ছাত্রছাত্রীদের নিয়ে আসায় বিতর্কে জড়িয়েছেন আন্দোলনকারীরা। প্রশ্ন উঠেছে শিক্ষকদের আন্দোলনে কেন পড়ুয়ারা? তবে চাকরিহারাদের দাবি, তাঁরা কোনও পড়ুয়াকেই আসতে বলেননি। ছাত্রছাত্রীদের অভিভাবকেরা স্ব-ইচ্ছায় তাদের সন্তানদের নিয়ে এসেছেন। কোনও ভাবেই তাদের আন্দোলনের সঙ্গে যুক্ত করা হয়নি।