শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক শেষে মিললো না কোনও সমাধান সূত্র। আশাহত চাকরিহারারা। এবার আন্দোলনের অভিমুখ কোন দিকে? তাঁর আভাস দিলেন আন্দোলনকারী চাকরিহারারা।
নাজিয়া রহমান, সাংবাদিক-মিরর ইমেজ প্রকাশ, স্বসম্মানে চাকরি ফেরতের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার আবেদন জানান যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের চাকরিহারা। সোমবার শিক্ষামন্ত্রীকে সাক্ষাৎ করার জন্য একটা ডেডলাইন বেধে দেন তাঁরা। সোমবার বিকাশ ভবনে বৈঠক হল। কিন্তু বৈঠকে উপস্থিত ছিলেন না শিক্ষামন্ত্রী। শিক্ষাসচিব বিনোদ কুমার এবং বিকাশ ভবনের শিক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় চাকরিহারাদের ৬জন প্রতিনিধির। প্রায় আড়াই ঘণ্টা এদিন দুই পক্ষের বৈঠক চলে । তবে বৈঠকে সন্তুুষ্ট নন চাকরিহারা আন্দোলনকারীরা। বৈঠক শেষে উঠে এল না কোনও সমাধান সূত্র।
‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক হাবিবুল্লাহর বক্তব্য, ‘‘আমরা প্রথমেই আশাহত । কারণ, আমাদের প্রশ্নের উত্তর একমাত্র শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দিতে পারেন । তাই আমরা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চাই ।” বিকাশ ভবনের সামনে ২১দিন ধরে ধর্ণা আন্দোলন চালাচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ। বারবার আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার আবেদন জানিয়েছেন। চিঠি লেখে, মেইল করে সাক্ষাৎ করার আহ্বান জানান।
সোমবার বৈঠক অবশ্যই হল কিন্তু বৈঠকে উপস্থিত ছিলেন না শিক্ষামন্ত্রী। প্রশ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন থাকলেন না বৈঠকে? এদিন শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক শেষে সেই অসন্তোষের কথাই শোনা গেল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের গলায়। আন্দোলনকারীদের বক্তব্য প্রায় দেড় ঘণ্টার বৈঠকে শিক্ষাসচিবের কাছে একাধিক প্রশ্ন রাখেন তাঁরা। কিছু প্রশ্নর উত্তর মিললেও সব প্রনের সদুত্তর মেলেনি। তাই এবার তাঁদের আন্দোলনের অভিমুখ হবে দিল্লিমুখী। এদিন সাংবাদিক বৈঠকে এমনই আভাস দিলেন চাকরিহারারা।