পাক আক্রমণকে নিষ্ক্রিয় করতে একাই একশো এই এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম
জানেন কি ভারতকে কিভাবে রক্ষা করল এই সুদর্শন চক্র?
প্রায় ৬০০ কিলোমিটার দূর থেকে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে এই সুদর্শন চক্র, ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করতে পারে। একসঙ্গে ৩৬টার্গেটকে নষ্ট করার ক্ষমতা আছে এর। এই এস-৪০০ থেকে মোট ৭২টি মিসাইল ছোঁড়া হয়েছে, প্রায় সবকটিই নির্ভুল ভাবে আঘাত করেছে পাকিস্তানকে।
আসুন জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম এই সুদর্শন চক্র
৪০এন৬— ৪০০ কিমি রেঞ্জ, awacs বোমারু বিমান
৪৮এন৬— ২৫০ কিমি রেঞ্জ, যুদ্ধবিমানের জন্য
৯এম৯৬ই— ১২০ কিমি রেঞ্জ, হাই মোবাইল টার্গেটের জন্য
৯এম৯৬ই— ৪০ কিমি রেঞ্জ, ড্রোন/ক্রুজ মিসাইলের জন্য
২০১৮ সালে প্রায় ৩৫হাজার কোটির বিনিময়ে কেনা রাশিয়ার এই সুদর্শন চক্র যে এভাবে পাকিস্তানকে দুরমুশ করবে, কে জানত!