সুজিত চ্যাটার্জি, সাংবাদিক: চীন ও আমেরিকার শুল্ক যুদ্ধে ইতি পড়েছে। দুই দেশই ১১৫ শতাংশ শুল্ক মকুব করেছে। আর তাতেই পূর্ব অবস্থায় এসে পৌঁছেছে চীন-আমেরিকার বাণিজ্য সম্পর্ক।
ট্রাম্পের ২০০ শতাংশের বেশী শুল্ক চাপানোর হুংকার নেতিয়ে পড়ে শি জিং পিংয়ের চীনের কাছে। দিনশেষে শুল্কযুদ্ধের অবসানে আমেরিকার বাজারে আমদানিকৃত চীনের দ্রব্যের দাম সামান্য বাড়বে, সেটা বড় ধাক্কা হবে না তো চীনের কাছে! ভারতের জন্য কি কোন সুখবর আছে? ১৭ই মে বৃহস্পতিবার ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে প্রতিনিধিদল ওয়াশিংটনের আমেরিকান প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) নিয়ে আলোচনা করবে বলে জানা যাচ্ছে।
ইস্পাত ও এলুমিনিয়াম উপর মার্কিন শুল্ক আরোপের প্রতিবাদে কিছু মার্কিন পণ্যের উপর পালটা শুল্ক আরোপ, ভারতের প্রস্তাব নিয়েও আলোচনা হবে।মার্কিন ও ভারতীয় প্রতিনিধিদের ৯০ দিনের মধ্যেই একটি ঐক্যমতে পৌঁছে যাওয়ার ইচ্ছে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১৩১.৮৪ বিলিয়ন মার্কিন ডলার।