ঋক পুরকায়স্থ, সাংবাদিক: এই মরসুমের আইপিএলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে চেন্নাই সুপার কিংস এবং তার উপরেই রাজস্থান রয়্যালস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ পয়েন্ট টেবিলের হিসেবে একেবারেই গুরুত্বহীন। কারুরই আর ফাইনাল খেলার সুযোগ নেই। তবে এই ম্যাচ নিয়ে দর্শকদের মনে উন্মাদনা তুঙ্গে। একদিকে এই স্টেডিয়ামে এটিই সম্ভবত ধোনির শেষ ম্যাচ। তাই এইদিন কানায় কানায় ভর্তি থাকবে স্টেডিয়াম। ভারত-পাক জটিলতার কারণে প্রায় সাতদিন ধরে বন্ধ ছিল আইপিএলের ম্যাচ গুলি। এই ম্যাচটি চেন্নাইতে হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী সূচী অনুযায়ী মোট ৬টি নির্ধারিত স্টেডিয়ামে আইপিএলের ম্যাচগুলি আনুষ্ঠিত হওয়ায় আজকের ম্যাচটি হবে দিল্লিতে।
এদিনের খেলায় চমকের পর চমক। একদিকে এই স্টেডিয়ামে ধোনির শেষ ম্যাচ। অপর দিকে আইপিএলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের মুখোমুখি খেলবেন সবচেয়ে অল্পবয়সী খেলোয়াড় বৈভব সূর্যবংশী। বৈভব এ বছরের আইপিএলের সবচেয়ে বড়ো আকর্ষণও বলা যায়। এর আগে আইপিএলে তার তৃতীয় ম্যাচেই মাত্র ৩৫ বলে শতরান করেছিলেন তিনি। আইপিএলে তিনি দ্বিতীয় খেলোয়াড় যিনি কম বলে শতরান করলেন। এর আগে ক্রিস গেইল মাত্র ৩০ বলে শতরান করেছিলেন। এই কারণের জন্য়ই একদিকে ধোনির অভিজ্ঞতা অপরদিকে আইপিএলের সবথেকে অল্পবয়সী খেলোয়াড়। দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন সমর্থকরা। ধোনিকে শেষবার চোখের সামনে মাঠে খেলতে দেখার মুহুর্ত হাতছাড়া করতে চাইছেন না দিল্লিবাসী। নবীন বনাম প্রবীনের এই ২২ গজের যুদ্ধ দেখার জন্য বাঁধভাঙা উন্মাদনা ক্রিকেট প্রেমীদের মনে।