সম্প্রতি জনপ্রিয় টেলিভশন শো ,দ্য টুডে শো অস্ট্রেলিয়া তে টম ত্রুজ জানান মিশন ইম্পসিবল শেষ হওয়ার পর তার ক্লাসিক ছবি ”টপ গান” ও ”ডেস অফ থান্ডার” এর পরবর্তী প্রিক্যুয়াল ও সিকুয়াল নিয়ে তার টিমের সাথে কাজ শুরু করছেন তিনি।
দেবস্মিতা বিশ্বাস : চলতি মাসের ১৭ তারিখ ভারতে মুক্তি পেয়েছে টম ত্রুজ অভিনীত ”মিশন ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং” । অ্যাকশন ঘরানার এই বহু প্রতীক্ষিত ছবিটির প্রথম প্রদর্শন হয় কান চলচ্চিত্র উৎসবে। যেখানে উপস্থিত ছিলেন টম ত্রুজ সহ এঞ্জেলা ব্যসেট , সিমন পেগ ও ছবির পরিচালক ক্রিস্টোফার ম্যাকুয়ারি। প্রদর্শনের শেষে ছবিটির জন্য ৫ মিনিট স্যান্ডিং ওভেশন জানায় দর্শকেরা যদিও মুক্তির পর এই ছবি সমাজ মাধ্যমে পাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এরই মাঝে ভক্তদের উদ্দেশ্যে বড়ো খবর সামনে আনলেন স্বয়ং টম ত্রুজ।
সম্প্রতি জনপ্রিয় টেলিভশন শো ,দ্য টুডে শো অস্ট্রেলিয়া তে টম ত্রুজ জানান মিশন ইম্পসিবল শেষ হওয়ার পর তার ক্লাসিক ছবি ”টপ গান” ও ”ডেস অফ থান্ডার” এর পরবর্তী প্রিক্যুয়াল ও সিকুয়াল নিয়ে তার টিমের সাথে কাজ শুরু করছেন তিনি। অভিনেতা বলেন, ” আমার ৩৫ বছর সময় লেগেছে ”টপ গান ম্যাভেরিক” তৈরী করতে তাই এখনো আমরা এই বিষয়ে কাজ করছি। ”টপ গান” ও ”ডেস অফ থান্ডার” নিয়ে টিমের সাথে আলোচনা চলছে। ” তিনি আরো জানানা যে , বর্তমানে তিনি অন্য ছবির শ্যুটও করছেন ও সম্প্রতি একটি শ্যুট শেষ করেছেন পরিচালক আলেহান্দ্রো ইনারিত্তু -র সঙ্গে। এই খবর সামনে আসতেই উচ্ছসিত তার ভক্তকূল।
২০২২ সালে মুক্তি পায় টপ গান ছবির দ্বিতীয় ভাগ , যার গ্লোবাল বক্সঅফিস কালেকশন ছিল ১.৪ বিলিয়ন ও ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত রেসিং থ্রিলার ”ডেস অফ থান্ডার” টম ত্রুজের ক্যারিয়ারে অন্যতম মাইলফলক ছবি হিসাবে বিবেচিত। তাই এবার অভিনেতার এই বড় ঘোষণার পর দুটি ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্র প্রেমীরা।