তার উদ্যোগেই ভারত-পাকিস্তানের সংঘর্ষ থেমেছে, তিনিই এই গোটা বিষয়ের মূল উদ্যোক্তা বলে বারংবার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ফের মুখ খুললেন তিনি। বললেন ভারত-পাকিস্তান একসঙ্গে ডিনার করা উচিত!
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: দুই দেশের সংঘর্ষ থামাতে তার উদ্যোগই কাজ করেছে এই বলে একাধিকবার কৃতিত্ব নিয়েছেন ট্রাম্প। এবার তার নয়া পরামর্শ, ‘একে অপরের বিরুদ্ধে পরমাণু মিসাইল ব্যবহারের পরিবর্তে ভারত ও পাকিস্তানের উচিত একসঙ্গে ডিনার করা।’ যে বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলাপ আলোচনা। অনেকেই বলছেন যে দেশের সন্ত্রাসবাদী হামলায় ভারতের মাটি রক্তাক্ত হ’ল তাদের সাথে ডিনার করতে বসবে ভারত!
মার্কিন প্রেসিডেন্টের কথা অনুসারে দুই দেশেরই খুব ক্ষমতাশালী, শক্তিশালী এবং বুদ্ধিমান নেতা রয়েছেন। সবকিছু থেমে গেছে এবং তার আশা পরিস্থিতি শান্তই থাকবে। তার দাবি, ভারত-পাকিস্তান আসলে একসঙ্গে চলছে। হয়ত আমরা তাদের একসঙ্গে বাইরে নিয়ে গিয়ে সুন্দর ডিনারও করতে পারি। ছোট থেকে শুরু হওয়া এবং দিন দিন আরও বড় হয়ে ওঠা এই সংঘাতে লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারত।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পরে ভারত-পাকিস্তান সংঘর্ষ প্রসঙ্গে প্রথম এককবার সাংবাদিক সম্মেলন করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানে ট্রাম্পের একের পর এক বিবৃতির পাল্টা জবাব দেন। তারপর ট্রাম্পের এই উক্তি যে পরিস্থিতিকে আরও সরগরম করে তুলল তা বলাই বাহুল্য