ভারত পাক যুদ্ধ আবহে হঠাৎ করে রবিবার পাকিস্তানের করাচি বন্দরে ভিড়লো তুরস্কের যুদ্ধ জাহাজ, যা ভারত ও পাকিস্তানের মধ্যকার টেনশন আরও বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছে। যদিও পাক নৌসেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে শুভেচ্ছা সফরে এসেছে তুরস্কের এই যুদ্ধ জাহাজ।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- পহেলগাঁও এ জঙ্গি হামলার পর থেকে দুই দেশের মধ্যে ক্রমশঃ চড়ছে উত্তেজনা। একদিকে যখন প্রত্যাঘাতের প্রস্তুতি নিয়ে একের পর এক বৈঠক সারছেন প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী, চলছে তিন বাহিনীর মহড়া, তেমনি সীমান্তের ওপারেও সাঁজো সাঁজো রব। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রবিবার করাচি বন্দরে ভিড়েছে তুরস্কের যুদ্ধ জাহাজ ‘টিসিজি বুয়ুকডা'(TCG BUYUKADA)। পাক নৌসেনার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে ছবি ও ভিডিও পোষ্ট করে একে শুভেচ্ছা সফর বলা হয়েছে, যদিও পাক নৌসেনার এই দাবিকে বিশেষ আমল দিতে রাজি নয় ভারত। কারণ হিসাবে বলা হয়েছে যে শুভেচ্ছা সফরের সময় (!) একদমই সঠিক নয়।
সামরিক ক্ষেত্রে আমেরিকা ও চিনের পর পাকিস্তানের অন্যতম বড় সাহায্যকারী দেশ হলো তুরস্ক। কিছুদিন আগে পর্যন্ত ভারতের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলা তুরস্ক হঠাৎ করেই পাক প্রীতি দেখাচ্ছে, যা চিন্তা বাড়াচ্ছে ভারতের। পাকিস্তান ও তুরস্ক আগেও বেশ কয়েকবার যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে, তবে সেসব ছিলো পহেলগাঁও হামলার আগে। আর ২২ তারিখ পহেলগাঁও জঙ্গি হামলার পর গত ২৭ (এপ্রিল) তারিখ এই করাচিতেই তুরস্কের সাতটি হারকিউলিস বিমান অবতরণ করেছিলো। কিছুদিন আগে পাকিস্তান স্থিত তুরস্কের রাষ্ট্রদূত ইরফান নজিরগুর এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তারপর এইভাবে (পাকিস্তানের মাটিতে) তুরস্কের হারকিউলিস বিমানের অবতরণ বা যুদ্ধ জাহাজের করাচি বন্দরে নোঙর করা, যথেষ্ট জল্পনার জন্ম দিচ্ছে তা বলাই যায়।