মে মাসের শেষ সপ্তাহে এসে জুন মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা জেনে রাখা দরকার। সব মিলিয়ে জুন মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- কর্মজীবী মানুষদের কাছে ছুটি শব্দটা হাতে চাঁদ পাওয়ার মতো বিষয়। এই জন্যই নতুন ক্যালেন্ডার হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ প্রথমেই যেদিকে নজর দেয় তা হল ছুটির তালিকা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ছুটির তালিকা RBI ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারণ করা হয়। ব্যাঙ্ক ছুটির দিনগুলি সবার উপর কোনও না কোনও প্রভাব ফেলে। ছুটি থাকলে ব্যাঙ্ক কর্মীরা স্বস্তি বোধ করেন ঠিকই তবে অন্যদিকে অনেক মানুষের নানান রকম আর্থিক লেনদেন সংক্রান্ত কাজে বা ব্যাঙ্ক সম্পর্কিত কাজে প্রভাব পড়ে। মে মাসের শেষ সপ্তাহে এসে জুন মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা জেনে রাখা দরকার। সব মিলিয়ে জুন মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরবিআই হলিডে ক্যালেন্ডার (RBI Holiday Calendar) অনুযায়ী আগামী জুন মাসে ব্যাঙ্কগুলি কোন কোন দিন বন্ধ থাকবে, তা দেখে নেওয়া যাক।
১) আগামী ৬ই জুন তিরুবনন্তপুরম এবং কোচিতে বকরিদ Eid-ul-Adha (Bakrid) উপলক্ষ্যে ছুটি থাকবে।
২) ৭ই জুন বকরিদ Bakrid (Id-Uz-Zuha) উপলক্ষ্যে আগরতলা, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, হায়দ্রাবাদ- অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ – তেলেঙ্গানা, ইম্ফল, জয়পুর, জম্মু-কাশ্মীর, মুম্বাই, কলকাতা, কানপুর, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩) ১১ই জুন সন্ত গুরু কবীর জয়ন্তী/সাগা দাওয়া উপলক্ষ্যে গ্যাংটক এবং সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪) ২৭শে জুন রথযাত্রা উপলক্ষ্যে ভুবনেশ্বর এবং ইম্ফলে ছুটি থাকবে।
৫) ৩০শে জুন রেমনা নি উপলক্ষ্যে আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬) ১৪ ও ২৮ জুন দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
জুন মাসে রয়েছে ৫টি রবিবার। তাই সেই ৫ দিন ব্যাঙ্ক বন্ধ।
রাজ্য অনুসারে ছুটির দিনগুলি নির্ধারিত হয়। সুতরাং, সব রাজ্যের ব্যাঙ্কের ছুটির তালিকা এক রকম হয় না। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) অনুযায়ী, সব রাজ্যের ছুটির তালিকা আলাদা। ছুটির দিনের একটি সম্পূর্ণ তালিকা আরবিআই (RBI) অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকে। যেখানে রাজ্য অনুযায়ী বিভিন্ন উৎসব এবং ছুটির সম্পূর্ণ বিবরণ দেওয়া রয়েছে। তবে ব্যাঙ্ক বন্ধ থাকা সত্ত্বেও, গ্রাহকদের কোনও সমস্যা হবে না। ছুটির দিনেও মানুষ অনলাইন ব্যাঙ্কিংয়ের পরিষেবা নিতে পারবে।