মুর্শিদাবাদ আছে মুর্শিদাবাতেই। ওয়াকফ অশান্তি থেকে সমবায় নির্বাচন, সবেতেই অগ্নিগর্ভ এই জেলা। রবিবার দৌলতাবাদে সমবায় সমিতির ভোট ঘিরে ধুন্ধুমারকাণ্ড। পুলিশের লাঠিচার্জ, অশান্তি সবই হল সমবায় নির্বাচনকে ঘিরে। সিপিএম-কংগ্রেস জোট বনাম শাসক দলের দ্বন্দ্বে তপ্ত হয়ে রইল দৌলতাবাদ।
শঙ্কর গোস্বামী, সাংবাদিক, মুর্শিদাবাদ- কোথাও পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে। তো কোথাও আবার পুলিশকে আঙুল, লাঠি উঁচিয়ে তেড়ে গেল উত্তেজিত জনতা। এই ছবি দেখে কে বলবে এটা একটা কৃষি সমবায় নির্বাচন। এই ছবি তো ধরা পড়ে রাজ্যের বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনের মতো বড় নির্বাচনে। রবিবার দৌতলতাবাদ থানার মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোট চলছিল। প্রথমদিকে শান্তিপূর্ণ ভাবেই চলছিল ভোটগ্রহণ। মোট ৪৩ টি আসনে চলছিল ভোটগ্রহণ।
গতবছর এই ৪৩ আসনে জিতেছিল সিপিআইএম।এবছর সিপিএম ২১ টি ও কংগ্রেস ২২টি আসনে প্রার্থী দেয়। একক ভাবে প্রার্থী দেয় তৃণমূল। অভিযোগ শাসক দলের আশ্রিত গুণ্ডারা সিপিএম ও কংগ্রেস কর্মীদের মারধর করছিল। সেই সময় কার্যত চুপ ছিল পুলিশ। এরপরই রুখে দাঁড়ায় সিপিএম-কংগ্রেস কর্মীরা। দুই পক্ষের মধ্যে অশান্তি লেগে গেলে লাঠি উঁচিয়ে এগিয়ে যায় পুলিশ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
ওয়াকফ বিল নিয়েও সারা দেশ তোলপাড় হয়েছিল কিন্তু শিরনামে এসেছিল সেই মুর্শিদাবাদই। রবিবার সামান্য সমবায় নির্বাচন ঘিরে ফের অশান্তির ছবি উঠে এল এই জেলায়। অশান্তির আবহ যেন কাটার নাম নিচ্ছে না মুর্শিদাবাদ থেকে।