Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • সল্টলেকের সেক্টর ফাইভের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন।
  • বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও ১। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন হোটেল মালিক আকাশ চাওলা এবং ম‍্যানেজার গৌরব কপূর।
  • আগামীকাল কী হবে আমরা জানি না। ভারত-পাকিস্তান দুই দেশই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হামলাকারী ও এর পিছনে যারা, তাদের ধরা উচিত। মন্তব্য ফারুক আব্দুল্লার।
  • ভারত-পাকিস্তান সীমান্তে বাড়ছে উত্তেজনা। টানা ৮দিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি পাকসেনার। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, আখনুরে গুলিবর্ষণ। পাল্টা জবাব ভারতীয় সেনার।
  • মাধ্যমিকে জেলার জয়জয়কার। সেরা দশে কলকাতার মাত্র একজন। অষ্টম স্থানে কলকাতার অবন্তিকা রায়। প্রাপ্ত নম্বর ৬৮৮। অবন্তিকা সহ অষ্টম স্থানে মোট ১৬ জন।
  • ফের নজরকাড়া ফল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। প্রথম দশে তিনজন। পঞ্চম স্থানে মহম্মদ আসিফ ও সোম তীর্থ করণ। দুজনের প্রাপ্ত নম্বর ৬৯১। অষ্টম পুষ্পক রত্নম।
  • মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর। এক্সে তিনি লেখেন, ‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে আমার আন্তরিক অভিনন্দন। আগামীদিনে তোমরা আরো সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি।’
  • মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। মেধা তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঈশানী। ঈশানীর প্রাপ্ত নম্বর ৬৯৪।
  • মাধ্যমিকে প্রথম দশে ৬৬ জন পড়ুয়া। প্রথম রায়গঞ্জ করোনেশন স্কুলের আদৃত সরকার। আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬। দ্বিতীয় স্থানে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্কুলের অনুভব বিশ্বাস। অনুভবের প্রাপ্ত নম্বর ৬৯৪। দ্বিতীয় স্থানে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পালও।
  • মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ।
  • পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৬.৪৬ শতাংশ। দ্বিতীয় স্থানে কালিম্পং। পাশের হার ৯৬.০৯ শতাংশ। তৃতীয় স্থানে কলকাতা। পাশের হার ৯২.৩০ শতাংশ। চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। পাশের হার ৯০.৫২ শতাংশ।
  • এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। গত বছরের তুলনায় ৫৬ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী বেশি।
  • প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় ফলপ্রকাশ। ।
  • New Date  
  • New Time  
মাধ্যমিকে কলকাতাকে টক্কর জেলার

2
May 2025

মাধ্যমিকে কলকাতাকে টক্কর জেলার

প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিকের ফল। আগের বছরের তুলনায় বেড়েছে পাশের হার। এবারে পাশের হার ৮৬.৫৬ শতাংশ। মেধাতালিকায় ৬৬ জন।

নাজিয়া রহমান, সাংবাদিক

৭০ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৫ এর মাধ্যমিকের ফল। সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে এই ফলপ্রকাশ করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর পরীক্ষায় বসেন ৯,৬৯,৪২৫ জন পরীক্ষার্থী। গতবারের তুলনায় ৫৬ হাজার ৮২৭ জন বেশি। পাশ করেছে ৯,১৩,৮৮১ জন। গত বছরের তুলনায় এই বছর পাশের হার বেশি। এবার পাশের হার ৮৬. ৫৬ শতাংশ। গতবার ছিল পাশের হার ৮৬. ৩১%। পাশের হারে প্রতিবছরের মতো এই বছরও এগিয়ে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর ৯৬. ৪৬, দ্বিতীয় কালিম্পং পাশের হার ৯৬.৪৬ শতাংশ। কলকাতা তৃতীয়, পাশের হার ৯২.৩০শতাংশ। কয়েকবছর ধরে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। এবছর ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৪,২৫,৮৮১ জন। আর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৫,৪৩,৫৪৪ জন।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এবারের মেধা তালিকায় ১০ এর মধ্যে ৬৬ জন ছাত্র ও ছাত্রী রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক মেধাতালিকায় কারা রয়েছেন।
প্রথম স্থান:
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের আদৃত সরকার । তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬, শতাংশের নিরিখে ৯৯.৪৬ শতাংশ ।

দ্বিতীয় স্থান:
১) মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস। প্রাপ্ত নম্বর ৬৯৪।

২)বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল। প্রাপ্ত নম্বর ৬৯৪।

তৃতীয় স্থান:
বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী। প্রাপ্ত নম্বর ৬৯৩।

চতুর্থ স্থান:

১) পূর্ব বর্ধমানের নিরোল উচ্চ মাধ্যমিক স্কুলের মহঃ সেলিম। প্রাপ্ত নম্বর ৬৯২।

২)কন্টাই মডেল ইনস্টিটিউটের সুপ্রতীক মান্না। প্রাপ্ত নম্বর ৬৯২।

পঞ্চম স্থান:

১) হুগলির গৌরহাটি হরদাস ইনস্টিটিউটের সিঞ্চন নন্দী। প্রাপ্ত নম্বর ৬৯১।

২) হুগলির কামারপুকুর আরকে মিশন মাল্টিপারপাস স্কুলের চৌধুরী মহঃ আসিফ। প্রাপ্ত নম্বর ৬৯১।

৩) হুগলির ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন দীপ্তজিৎ ঘোষ। প্রাপ্ত নম্বর ৬৯১।

৪) সোমতীর্থ করণ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৯১।

ষষ্ঠ স্থান:

১) আলিপুরদুয়ারের ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের অউন্চ‌ দে। প্রাপ্ত নম্বর ৬৯০।

২)বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায় । প্রাপ্ত নম্বর ৬৯০।

৩)বাঁকুড়ার গোরাসোলে মুরলীধর হাই স্কুলের রুদ্রনীল মাসন্ত। প্রাপ্ত নম্বর ৬৯০।

৪) উত্তর ২৪ পরগনার টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অঙ্কন মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯০।

৫) দক্ষিণ ২৪পরগনার সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের অভ্রদীপ মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯০।

সপ্তম স্থান:

১)আলিপুরদুয়ার। দেবার্ঘ্য দাস। ফালাকাটা উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৯।

২) দক্ষিণ দিনাজপুর।অঙ্কন বসাক। গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৯।

৩) পুরুলিয়া। অরিত্রা দে। বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৯।

৪) বাঁকুড়া। দেবাদ্রিতা চক্রবর্তী। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৯।

৫) পূর্ব বর্ধমান।সৌরীন রায়। অমরগড় উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৯।

অষ্টম স্থান:

১) কোচবিহার। অনির্বাণ দেবনাথ। তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।

২) উত্তর দিনাজপুর।সত্যম সাহা। রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৮।

৩) মালদা।আসিফ মেহবুব। জয়েনপুর উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

৪)মালদা। মোঃ ইনজামাম উল হক। টার্গেট পয়েন্ট (আর) স্কুল উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

৫) মালদা।সৃজন প্রামাণিক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৮।

৬)মালদা। অরিত্র সাহা। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৮।

৭) বাঁকুড়া। শুভ্রা সিংহ মহাপাত্র। বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

৮) বীরভূম। অরিজিৎ মণ্ডল। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। প্রাপ্ত নম্বর ৬৮৮।

৯) বীরভূম। স্পন্দন মৌলিক। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। প্রাপ্ত নম্বর ৬৮৮।

১০)বীরভূম। শ্রীজয়ী ঘোষ। নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।

১১)পূর্ব বর্ধমান। পাপড়ি মণ্ডল। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।

১২)বাঁকুড়া। সৌপ্তিক মুখোপাধ্যায়। কংসাবতী শিশু বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

১৩)পশ্চিম মেদিনীপুর। উদিতা রায়। বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। প্রাপ্ত নম্বর ৬৮৮।

১৪)পশ্চিম মেদিনীপুর। অরিত্র সাঁতরা। মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

১৫) পুষ্পক রত্নম। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

১৬)কলকাতা। অবন্তিকা রায়। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।

নবম স্থান:

১)কোচবিহার। দেবাঙ্কন দাস। তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

২)উত্তর দিনাজপুর। মৃন্ময় বসাক। কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৭।

৩) দক্ষিণ দিনাজপুর। অনীক সরকার। বালুরঘাট হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

৪) পুরুলিয়া। অরিত্রী মণ্ডল। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

৫) বীরভূম। দিশা ঘোষ। দুবরাজপুর শ্রীশ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৭।
৬) পূর্ব বর্ধমান। ময়ূখ বসু। কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৭।

৭) বর্ধমান। পরমব্রত মণ্ডল। বর্ধমান মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৭।

৮) হুগলি। অয়ান নাগ। কামারপুকুর আর.কে.মিশন মাল্টিপারপাস স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

৯) পশ্চিম মেদিনীপুর। অঙ্কুশ জানা। বেলদা গঙ্গাধর একাডেমি। প্রাপ্ত নম্বর ৬৮৭।

১০) পশ্চিম মেদিনীপুর। দ্যুতিময় মণ্ডল। বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন প্রাপ্ত নম্বর ৬৮৭।

১১) পূর্ব মেদিনীপুর। ঐশিক জানা। কন্টাই মডেল ইনস্টিটিউট। প্রাপ্ত নম্বর ৬৮৭।

১২) নদীয়া। প্রোজ্জ্বল দাস। শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল প্রাপ্ত নম্বর ৬৮৭।

১৩)উত্তর ২৪ পরগনা। অনীশ দাস। প্রফুল্ল নগর বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৭।

১৪) তানাজ সুলতানা। জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়। হুগলি। প্রাপ্ত নম্বর ৬৮৭।

দশম স্থান:

১) কৌস্তভ সরকার। রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়। উত্তর দিনাজপুর। প্রাপ্ত নম্বর ৬৮৬।

২) আমিনা বানু। মোজামপুর গার্লস হাই স্কুল।মালদা (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

৩) উবে সাদাফ। সুজাপুর উচ্চ বিদ্যালয়। মালদা। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

৪) প্রিয়ম পাল। বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়।বাঁকুড়া। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

৫) তুহিন হালদা। বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়।বাঁকুড়া। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

৬) দেবায়ন ঘোষ। কোটাসুর উচ্চ বিদ্যালয়।বীরভূম। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

৭) এসকে আরিফ মণ্ডল। গিরিজোর সাঁওতাল উচ্চ বিদ্যালয়। বীরভূম। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

৮) সম্যক দাস। নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল। বীরভূম। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

৯) স্বাগত সরকার। কাসেমনগর বিএনটিপি গার্লস হাই স্কুল। পূর্ব বর্ধমান। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

১০) অয়ন্তিকা সামন্ত। চিলাডাঙ্গী রবীন্দ্র বিদ্যাবীথি।হুগলি। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

১১) সমন্বয় দাস। তমলুক হ্যামিলটন উচ্চ বিদ্যালয়।পূর্ব মেদিনীপুর। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

১২) বিশ্রুত সামন্ত। ধন্যশ্রী কে.সি. উচ্চ বিদ্যালয়।পূর্ব মেদিনীপুর। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

১৩) সায়ন বেজ। পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। পূর্ব মেদিনীপুর। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

১৪) সোহম সাঁতরা। মহিষাদল রাজ উচ্চ বিদ্যালয়। পূর্ব মেদিনীপুর। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

১৫) শৌভিক দিন্দা। সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির।দক্ষিণ ২৪ পরগনা। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

১৬) রাহুল রিক্টিয়াজ। মজিলপুর জে.এম. ট্রেনিং স্কুল।দক্ষিণ ২৪ পরগনা। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

কলকাতা পাশের হারের নিরিখে তৃতীয় স্থান অধিকার করলেও মেধাতালিকায় জেলার জয়জয়কার। ১ থেকে ১০এর মেধাতালিকায় ৬৬ জন পরীক্ষার্থী স্থান পেয়েছে। যাতে কলকাতার ১ জন পরীক্ষার্থী আছে।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​