ট্রেন কখন আসবে, কোন স্টেশনে কোন ট্রেন, এটা জানতে যাত্রীদের অন্যতম ভরসা হোয়্যার ইজ মাই ট্রেন অ্যাপই। এক ক্লিকেই জানা যায় কোথায় রয়েছে ট্রেন। এবার কলকাতায় বাসের ক্ষেত্রেও জানা যাবে কোথায় রয়েছে নির্দিষ্ট গন্তব্যের বাস। Where is my bus অ্যাপই কার্যকরী হল এবার।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: এই নয়া সুব্যবস্থার উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনিই এই অ্যাপটির উদ্বোধন করেন। পরিবহণ দপ্তর ও তথ্যপ্রযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে নির্মিত অ্যাপটির মূল লক্ষ্য সহজভাবে ব্যবহারযোগ্য ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা।
এই অ্যাপের মাধ্যমে বাসগুলিকে কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করার সুযোগ থাকছে। ফলে ওভার-স্পিডিং, রুট বদল-সহ যে কোনও রকমের আপদকালীন পরিস্থিতি মোকাবিলার সুযোগ থাকবে। অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই iOS App Store-এও পাওয়া যাবে।
প্রাথমিকভাবে ১৬টি রুটের ৬০টি বাসকে এই অ্যাপের আওতায় আনা হচ্ছে। পরে ধাপে ধাপে কলকাতার সমস্ত এসি বাসের অবস্থান এই অ্যাপের দ্বারা জানা যাবে। এরপর ধাপে ধাপে সমস্ত বেসরকারি বাসকে এই অ্যাপের আওতায় নিয়ে আসা হবে।