‘অপারেশন সিঁদুর’ এর কারণ, সাফল্য এবং সীমান্ত পার সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের স্বরূপ বিশ্বের অন্যান্য দেশের কাছে তুলে ধরার জন্য সর্বদলীয় প্রতিনিধিদল (সাংসদদের নিয়ে) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম এই দলের সদস্য হিসাবে ঘোষনা করা হয়েছিলো। কিন্তু তৃণমূল কংগ্রেসের আপত্তির কারণে প্রতিনিধিদলের সদস্য হিসাবে বিদেশে যাওয়া হচ্ছে না ইউসুফের। সোমবার এই আপত্তির কারণ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- ‘অপারেশন সিঁদুর’ এর আঘাতে পর্যুদস্ত হয়েও পাকিস্তান সে দেশে আনন্দে মেতেছে। এমন সেলিব্রেশন করছে যাতে মনে হচ্ছে ওরা ভারতের কাছে নাস্তানাবুদ হয়েও বিশ্বকে দেখাতে চাইছে, দেখো, যুদ্ধে আমরাই জিতেছি, তাই আনন্দ করছি। পাকিস্তান যখন এমন নাটক মঞ্চস্থ করছে তখন ভারত ‘অপারেশন সিঁদুর’ এর সাফল্য প্রচারে ও সীমান্ত পার সন্ত্রাসে পাকিস্তান নামক দেশটা ঠিক কতটা জড়িত তা বিশ্বকে জানাতে সাংসদদের নিয়ে একটি সর্বদলীয় প্রতিনিধিদল বিশ্বের ৩০ টা দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক এই সফরের নাম দেওয়া হয়েছে ‘এক মিশন, এক বার্তা, এক ভারত’। আর এই সফরের সদস্য হিসাবে তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠানের নাম স্থির করা হয়েছিলো। প্রাথমিকভাবে এর মধ্যে জটিলতার তেমন কিছু ছিলো না। কিন্তু সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠান কে এই প্রতিনিধি দলে যেতে না দেওয়ার যে কারণ দেখালেন, সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ।
এই বিষয় নিয়ে এদিন মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও। শিলিগুড়ি যাওয়ার পথে বিমান বন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, “ওরা নিজেরাই সিদ্ধান্ত (প্রতিনিধি দলে কে যাবেন) নিতে পারে না। এটা ওদের পছন্দের ব্যাপার নয়, দল (তৃণমূল কংগ্রেস) কে জানালে দল অবশ্যই সিদ্ধান্ত নিত। আর আমরা তো বারবার বলেছি যে পররাষ্ট্রনীতির বিষয়ে আমরা সবসময় কেন্দ্রের সিদ্ধান্তের পাশেই আছি।”
এদিন অভিষেক বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আমরা কেন্দ্রের যে কোনো সিদ্ধান্তের সঙ্গে আগেও একমত পোষণ করেছি, ভবিষ্যতেও করবো। আমরা এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেও দ্বিধা করবো না। কিন্তু কেন্দ্র বা বিজেপি যদি ভেবে থাকে প্রতিনিধিদলে তৃণমূল কংগ্রেসের কে যাবে সেটা তাঁরা ঠিক করে দেবে, তাহলে তারা ভুল ভাবছে। আমার দলের কে প্রতিনিধিত্ব করবে সেটা আমাদের দল ঠিক করবে। এটা বিজেপি বলে দেওয়ার কে ?” তৃণমূল কংগ্রেস এই ধরনের ডেলিগেশন কে বয়কট করছে না জানিয়েও অভিষেক বলেন, “কেন্দ্রের তো উচিৎ ছিলো এই বিষয়টা নিয়ে সব দলের সঙ্গে আলোচনা করা। সেটা না করে নিজেরাই ঠিক করে নিচ্ছে কোন দলের কে প্রতিনিধিত্ব করবে !”
প্রসঙ্গত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে এই আন্তর্জাতিক সফরে মূলতঃ ৩০ টি দেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতটা গ্রুপে ভাগ করে সাংসদদের এই প্রতিনিধিদল যে যে দেশে যাবেন সেই দেশগুলো হলো, সৌদি আরব, আলজেরিয়া, বাহরিন, কুয়েত, ব্রাজিল, ইউকে, ফ্রান্স, ইটালি, জার্মানি, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, গায়ানা, পানামা, সাউথ কোরিয়া, কঙ্গো, লাইবেরিয়া, সিঙ্গাপুর, জাপান, স্লোভেনিয়া, ইথিওপিয়া, লাটভিয়া, গ্রিস, রাশিয়া, ইজিপ্ট, কাতার, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা প্রভৃতি।