মাম্পি কপাট: শুক্রবার প্রকাশিত হয়েছে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় “এ” দল। এই দলে মোট ১৮ জন রয়েছেন। আশ্চর্যের বিষয় হল, সেই দলে নাম নেই শ্রেয়স আইয়ারের। যা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে খেলবেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিরাট কোহলির কিছুদিন আগে অবসর টিম ইন্ডিয়ার মিডিল অর্ডারে যে প্রভাব ফেলবে তা কিন্তু একেবারে স্পষ্ট। তাহলে মিডিল অর্ডারের জন্য কোনও অভিজ্ঞ খেলোয়াড়ের কথা ভাবা হল না কেন। এই নিয়েও উঠছে প্রশ্ন। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অনবদ্য প্রদর্শনের পর সকলের মনে ধারণা একেবারে স্পষ্ট ছিল যে ভারতীয় এ টিমে শ্রেয়সের নাম পাকাপাকি ভাবে রয়েছে। কিন্তু এই টিমলিস্ট হতাশ করেছে বহু ক্রিকেট প্রেমিকে।
এই তারকা ব্যাটসম্যান গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ভারতের মাটিতে টেস্ট সিরিজে শেষ সুযোগ পেয়েছিলেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মনে করা করা হচ্ছিল শ্রেয়স ভারতীয় টেস্ট দলে আবার ফিরে আসতে চলেছেন। প্রস্তুতি হিসাবে ভারতীয় “এ”দলের সঙ্গে ইংল্যান্ড সফরে তাঁকে পাঠানো হবে বলে মনে করেছিলেন বিশেষঙ্গরা। গত বছর তাঁর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর আইপিএলেও শ্রেয়সের নেতৃত্বেই পাঞ্জাব কিংস একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে এগিয়ে চলেছে। ব্যাট হাতেও সাম্প্রতিক সময়ে শ্রেয়স দুরন্ত ফর্মে রয়েছেন। এই বছরে চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি ৫ ম্যাচে ২৪৩ রান সংগ্রহ করে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। চলতি আইপিএলে তাঁর ব্যাট থেকে এসেছে ১২ ম্যাচে ৪০৫ রান।