গত একমাস যেভাবে তীব্র দাবদাহে ভুগেছে গোটা রাজ্য, সকলেরই একটা প্রশ্ন বৃষ্টি কবে আসবে? অবশেষে তার দেখা পাওয়া গেল, শনিবার রাতেই বিক্ষিপ্তভাবে ভিজেছিল রাজ্য তবে রবিবার সকালে প্রবল বৃষ্টি না হলেও সাময়িক স্বস্তি অন্তত মিলল।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: রবিবার সকাল থেকে কলকাতায় শুরু বৃষ্টি। শুধু কলকাতা নয়, আগামী বৃহস্পতিবার অবধি ১২ জেলায় চলবে ঝড় বৃষ্টি। ক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরো একটু এগোলো। নির্ধারিত দিনের আগেই ১৩ মে নিকোবর মৌসুমী বায়ু নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকেছিল। ইতোমধ্যে মৌসুমী বায়ু নতুন করে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঢুকে পড়েছে।
শুধু যে বৃষ্টিই হবে তাই নয় এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। শনিবার কলকাতা এবং শহরতলির কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এক ধাক্কায় তাপমাত্রাও অনেকটা কমে গিয়েছে। পারদ নামতে পারে আরও খানিকটা।
মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর-সহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২২ মে পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের সম্ভাবনা।